পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se 8 দীনবন্ধু-গ্রন্থাবলী আপনি আলোচাল হাতে কর্যে মোর ক্ষেত্রমণিরি দেকৃতি আসবেন, মোর কপাল হতিই মাঠাকুরুণ পাগল হয়েচেন । কবি । একে পতিশোকে ব্যাকুল, তাহাতে পুত্র মৃতবং ; ক্ষিপ্ততার ক্রমশঃ বৃদ্ধি হইতেছে, বোধ হয় কত্রী ঠাকুরুণের নবীনের অগ্রে পরলোক হইবে, অতিশয় ক্ষীণা হইয়াছেন। সাধু । বড়বাবুকে অদ্য কিরূপ দেখিলেন । আমার বোধ হয়, নীলকর নিশাচরের অত্যাচারাগ্নি বড়বাবু আপনার পবিত্র শোণিত দ্বারা নিৰ্ব্বাপিত করিলেন । কমিসনে প্রজার উপকার সম্ভব বটে, কিন্তু তাহাতে ফল কি ? চৈতন বিলের এক শত কেউটে সৰ্প আমার অঙ্গময় একেবারে দংশন করে তাহাও আমি সহ করিতে পারি, ইটের গাথনি উনানে সু দরি কাষ্ঠের জালে প্রকাণ্ড কড়ায় টগবগ করিয়া ফুটিতেছে যে গুড়, তাহাতে অকস্মাৎ নিমগ্ন হইয়া খাবি খাওয়াও সহ্য করিতে পারি ; অমাবস্যার রাত্রিতে হারে রে হৈ হৈ শব্দে নির্দয় তুষ্ট ডাকাইতের সুশীল, সুবিদ্বান একমাত্র পুত্রকে বধ করিয়া, সম্মুখে পরম সুন্দরী পতিপ্রাণ দশমাসগর্ভবত সহধৰ্ম্মিণীর উদরে পদাঘাত দ্বারা গর্ভপাতন করিয়া সপ্তপুরুষার্জিত ধনসম্পত্তি অপহরণপূর্বক আমার চক্ষু তলোয়ার ফলাকায় অন্ধ করিয়া দিয়া যায়, তাহাও সহ্য করিতে পারি ; গ্রামের ভিতরে একটা ছাড়িয়া দশটা নীলকুটি স্থাপিত হয় তাহাও সহ করিতে পারি, কিন্তু এক মুহূৰ্ত্তের নিমিত্তেও প্রজাপালক বড়বাবুর বিরহ সহ্য করিতে পারি না। কবি । যে আঘাতে মস্তকের মস্তিষ্ক বাহির হইয়াছে, ঐ সাংঘাতিক। সান্ত্রিপাতিকের উপক্রম দেখিয়া আসিয়াছি, দুই প্রহর অথবা সন্ধ্যাকালে প্রাণত্যাগ হইবে । বিপিনের হস্ত দিয়া একটু গঙ্গাজল মুখে দেওয়া গেল, তাহা তুই কস বহিয়া পড়িল ।