পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ দীনবন্ধু-গ্রন্থাবলী মা বলে ডাকিলে মাত অমনি অসিয়ে । বাছা বলে কাছে লন মুখ মুছাইয়ে । অপার জননীমেহ কে জানে মহিমা । রণে বনে ভৗতমনে বলি মা, মা, মা, মা ৷ মুখাবহ সহোদর জীবনের ভাই । পৃথিবীতে হেন বন্ধু আর দুটি নাই ৷ নয়ন মেলিয়া দাদা দেখ একবার । বাড়ী আসিয়াছে বিন্দুমাধব তোমার । আহ ! আহা ! মরি মরি বুক ফেটে যায়। প্রাণের সরলা মম লুকালো কোথায় । রূপবতী গুণবতী পতিপরায়ণ । মরালগমন কাস্তা কুরঙ্গনয়না । সহাস বদনে সতী মুমধুর স্বরে। বেতাল করিতে পাঠ মম করে ধরে । অমৃত পঠনে মন হতো বিমোহিত । বিজন বিপিনে বনবিহঙ্গ সঙ্গীত ॥ সরলা সরোজকাস্তি কিবা মনোহর । আলো কর্যে ছিল মম দেহ সরোবর ॥ কে হরিল সরোরুহ হইয়া নির্দয় । শোভাহীন সরোবর অন্ধকারময় ॥ হেরি সব শবময় শ্মশান সংসার । পিতা মাত ভ্রাতা দারা মরেছে আমার ॥ আহা ! এর সব দাদার মৃতদেহ অন্বেষণ করিতে কোথায় গমন করিল—তাহারা আইলে জাহ্নবীযাত্রার আয়োজন করা যায়— আহ । পুরুষসিংহ নবীনমাধবের জীবননাটকের শেষ অঙ্ক কি ভয়ঙ্কর । সাবিত্রীর চরণ ধরিয়া উপবেশন যবনিকা পত্তম সমাপ্তমিদং নীলদর্পণং নাম নাটকং |