পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• /وما দীনবন্ধু-গ্রন্থাবলী রাম সীতার কারণে, স্বগ্রীবে মিতালী করে বধে রাবণে, যত সওদাগরেরা সহায় এদের • • দুটো এডিটার। এখন স্পষ্ট লেখা ঘুচে গ্যালো, জজ সাহেব এক অবতার। যত • • • • রাজত্ব হলো সাধুর পক্ষে গঙ্গাপার। ( & ) রাগ স্বরট মল্লার—তাল আড়াঠেকা নীল দর্পণে লং সাহেব যথার্থ যা তাই লিখেছে। নীলে নীলে সব নিলে প্রজার বল ভাই কি রেখেছে ॥১ কারো ৬ * কার তাদের উপর অত্যাচার, তাই নিয়ে বার বার, লিখে লিখে হরিশ মরেছে ॥২ ঈডন, গ্রান্ট:মহামতি, ন্যায়বান উভয়ে অতি, করিতে প্রজার গতি, কত চেষ্টা পাইতেছে ॥৩ ইণ্ডিগো রিপোর্ট পড়ে কে না অস্তরে পোড়ে, তবু নীলিরা ন'ড়ে চড়ে পোড়ার মুখ দেখাতেছে ॥৭ বলতে দুখে বুক বিদরে, ওয়েলস অবিচার করে, নির্দোষী লংকে ধরে, একটি মাস ম্যাদ দিয়েছে ॥৫ ওয়েলস, পিকক, জাকসনে, বসিয়া বিচারাসনে, * * * * * * * * হাজার টাকা ফাইন করেছে ॥৬ নিদারুণ সেনটেনস শুনে, সিংহ বাৰু দয়া গুণে, হাজার টাকা দিলেন গুণে, ওয়ালটার ব্রেট তাই তাক হয়েছে ॥৭ ইংলণ্ডেশ্বরী শুন, পিউনির সকল গুণ, আইনে যে স্বনিপুণ, এবার তা বেরিয়ে পড়েছে ॥৮ যে অবধি কলিকাতা, পাইয়াছে এ বিধাতা, সেই অবধি দেখি মাতা, রেস হেট্রেড খুব চেগেছে ॥৯ বেঞ্চে বাতুলের মত লম্ফ ঝম্প করে কত, আবার বলে আমার মত, কেবা জজ হেথা এসেছে ॥১ • কিন্তু পীল, সিটন আদি, এক এক বুদ্ধির কাদি, তাদের লাগি আজো কাদি, হায় কি বিচার ক’রে গেছে ॥১১