পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ‘নবীন তপস্বিনী’ নাটক দীনবন্ধুর দ্বিতীয় গ্রন্থ, ইহা প্ৰথম হইতেই তাহার স্বনামে প্রকাশিত হয়। তাতার প্রথম গ্ৰন্থ ‘মীলদর্পণং নাটকং’-এর গুপ্তনাম লেখক ‘কস্যচিৎ পথিকস্তা” সত্য পরিচয় ‘নবীন তপস্বিনী’ নাটকের প্রকাশকালে ব’ল। দেশের সৰ্ব্বত্র ছড়াইয়া পড়িয়ছিল। মৃতরাং দ্বিতীয় নাটকের জন্য ‘সোমপ্রকাশ’ ( ৭ সেপ্টেম্বর, ১৮৬৩ ) প্রভূতি সাময়িকপত্রে দীনবন্ধ যথেষ্ট প্রশংসা অর্জন করিয়াছিলেন । ১৮৬৩ খ্ৰীষ্টাব্দেই ইহা প্রকাশিত হইয়াছিল, পুষ্ঠা-সংখ্য ছিল ১৫৭ ৷ প্রথম সংস্করণের আখ্যাপত্র এইরূপ ছিল ;– নবীন তপস্বিনী নাটক শ্রীনবন্ধু মিত্র প্রণীত ভষ্ট,ধি প্রকৃতাপি রোষণতয়া মস্মি প্রতীপং গমঃ । শকুন্তলা । কস নগর । অধ্যবসায় যন্ত্রে শ্রীরাজেন্দ্রনাথ গুই দ্বার। মুদিত সম ১২৭০ সাল মূল্য এক টাকা । ‘নবীন তপস্বিনী দীনবন্ধুব দ্বিতীয় গ্রন্থ ইষ্টলেও ইষ্ঠা সূত্রপাত হয় দশ বার বৎসর পূৰ্ব্বে তাঙ্গার ছাত্র-জীবনে । বঙ্কিমচন্দ্র এই প্রসঙ্গে লিখিয়াছেন – দীনবন্ধু প্রভ করে “বিজয়-কামিনী” নামে একটি ক্ষুদ উপাখ্য{ল কাব্য প্রকাশ করিয়ছিলেন । নায়কের নাম বিজয়, নায়িকার নাম কামিনী । তাছ1র, বোধ হয়, দশ বাপ বৎসব পরে “নবীন তপস্বিনী" লিখিত হয়। “নবীন তপস্বির্ণী"র নায়কের নামও বিজয়, নায়িকাও কামিনী। চরিত্রগত, উপপ্যান কাব্য ও নাটকের নায়ক নায়িকার মধ্যে বিশেষ প্রভেদ নাই । এই ক্ষুদ্র উপাখ্যান-কাব্যখনি সুন্দর হইয়াছিল –পরিষৎ-সংস্করণ গ্রন্থাবলী, ‘বিবিধ, পৃ. ৭৬ বঙ্কিমচন্দ্র আরও লিখিয়াছেন ঃ— ·

  • নবীন তপস্বিনী’র বড় রাণী ছোট রাণীর বৃত্তান্ত প্রকৃত • • • প্রকৃত ঘটনা, জীবিত ব্যক্তির চরিত্র, প্রাচীন উপন্যাস, ইংরেঞ্জি