পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী >○ না কর তোমার বাড়ী ওরে এক দিন আনি, এনে জলখ্য{ংর। খাইয়ে বিদেয় করি । মাল। তা না কল্যেও ও ক্ষান্ত হবে না । রতিকাস্তের প্রবেশ রতি । তোমরা কি পরামর্শ কর কি হয় তার ভাব ভক্তি বুঝতে পারি না । মাল । আমরা অবল, পরামর্শ আবার কি করবো । তুমি সৰ্ব্বদাই অস্থির হোয়ে বেড়াও কেন ? রতি । যার জ্বালা সেই জানে, সদাগরি কত্তে হয় তো বুঝতে পারি ; পান খেয়ে ঠোট রাঙ্গ করা আর ঝাপটাকাটা সহজ কৰ্ম্ম । মল্লি । সদাগর মহাশয়, আপনি দিন কত বাড়ী থাকুম, মালতীকে বাণিজ্য কত্তে পাটান, দেখতে দেখতে আপনার ঘর টাকায় পরিপূর্ণ করে দেবে। রতি । মল্লিকে, তুই আর জ্বালাস নে ভাই, তোর ভাতার মচে লিখে লিখে, তুই টিপ, কেটে আঁচল ধরে ইয়ারকি দিতে এইচিস । মল্লি । অামার ভাতার অামায় এমনি ইয়ারকি দিতে বলেচে । রতি । তবে দাও । বিনায়কের প্রবেশ মল্লি । ( বিনায়কের নিকটে গিয়া ) তুমি আমায় টিপ কেটে ইয়ারকি দিতে বল নি ? সদাগর মহাশয় টিপ দেখে রাগ কচেচন । - বিনা । দেখ, তোমার বোনাই যেন টিপ, চেটে খান না।