পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 দীনবন্ধু-গ্রন্থাবলী রতি। বিনায়ক তুমিও ওদের দিকে হলে । মাল। স্বামীর মনোরঞ্জনের জন্যই স্ত্রীতে বেশ বিন্যাস করে । রতি । তবে পাড় বেড়াতে টিপ কেন ? মল্লি । সদাগর মহাশয়, মালতীকে ঘরে চাবি দিয়ে রাখবেন, নইলে কোন দিন আপনার হাতে টুক্‌নি দিবে। রতি । তোমরা যে রত্ন, চাবি দিলেও যা, না দিলেও তা । মাল। তুমি যেমন, মল্লিকে তোমায় খ্যাপাচ্চে । রতি । আমি তো আর খেপ চি নে । মল্লি । খ্যাপো আর না খ্যাপো আমি বলে কয়ে খালাস। রতি । তুই বাড়ী যা, তোর ভাতার ডাকতে এয়েচে । মল্লি। বুঝিচি, খেপবের সময় হয়েচে, আমি চল্যেম, মালতী, ঘাটে যাবার সময় ডেকে যাস্—এস ভাই আমরা বাড়ী যাই । [ বিনায়ক ও মল্লিকার প্রস্থান । মাল। তুমি যার তার কথায় কাণ দাও কেন ? রতি । আমার মনটা বড় উচাটন হয়েচে, শুনচি আমায় ত্বরায় বিদেশে যেতে হবে । মাল। তা হলে আমি তোমার সঙ্গে যাব, আমি আর একা থাকৃতে পারবো না, তোমায় না দেখতে পেলে আমার প্রাণ যে করে, তা আমিই জানি । রতি। “পথে নারী বিবর্জিত,” তা কি নিয়ে যেতে পারি, কপালে ভোগ থাকে তো একাই ভুগতে হবে। [ উভয়ের প্রস্থান ।