পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भेवैौन ड**षिर्नी So পাতর হোয়ে বসেছিলেন, এক্ষণে পাতরখানি সরে গিয়েচে, শোক একেবারে উথলে উঠেচে । বিবাহের নাম কল্যেই বড় রাণীর নাম করে কাদূতে থাকেন। বিদ্যা । কন্যাটি আমার পরম সুন্দরী, জননী অামার সাক্ষাৎ জগদ্ধাত্রী, মনে ভয় করে, রাজরাণী হোয়ে পাছে হাটের হাড়িনী হন, কারণ বড় রাণী যদিও রাজমহিষী ছিলেন, এক পয়সাও জলখাবার খেতে পেতেন না । জল। মহাশয়ের সে পক্ষে কোন ভাবনা নাই ; কামিনী বিশ্ববিমোহিনী, মহারাজ যদি আবার ছুটি রাণী করেন, আপনার কামিনীই একচেটে করবেন। বিদ্যা । সে ভরসাটি আমারও আছে, বিশেষ ব্রাহ্মণী স্বামিদমনজ্ঞান জানেন, কন্যাকে সে জ্ঞান দান কল্যে রাজা অন্তঃপুরে মেষ হোয়ে থাকবেন। জল । তবে বোধ করি, আপনি কেবল রাজসভায় সভাপণ্ডিত, ব্রাহ্মণীর কাছে আতপচাল দেখলে মুখ চুলকায় । বিদ্যা। ব্রাহ্মণীর শেমুষীটি সাতিশয় প্রখর, আমারে সকল বিষয়ে পরাভূত করেচেন, আমি মহারাজের সমক্ষে সিংহনাদ করি, কিন্তু ভবনে গমন করি, আর পঠিত মাটি মস্তকে পড়ে, আমি কোন কথা কাটিতে পারি না, কেবল মোসাহেবদের মত আজ্ঞা হ্যা, আজ্ঞা হ্যা বলে যাই । আক্ষেপের কথা বলবে। কি, রাজার বয়স অধিক হয়েছে বলে ব্রাহ্মণী কন্যা দানে অসম্মত, বলেন, ধনের লোভে কখনই মেয়ে প্রবীণ রাজাকে দিতে পারবো না । জল। মহাশয়, এ কথা আমার রাজার নিকটে জানান উচিত, কারণ রাজা অনেক অনুরোধে বিয়ে কত্তে চাচ্চেন, তাতে যদি ব্রাহ্মণী কান্নাকাটি করেন, তবে রাজার রাগ হতে পারে । ·දා