পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী של বিদ্যা। না মন্ত্রিবর, এ কথা তুমি কাকেও বলে না, আমি মিনতি করে পারি, গলায় বস্ত্র দিয়ে পারি, পাদপদ্ম ধারণ করে পারি, ব্রাহ্মণীর মত করবো, বিশেষ বিবাহের স্থিরতা হলে আর কি কোন গোল উপস্থিত হয় ? জল। মহাশয়, জানেন না, শিরোমণি মহাশয় যে বারে তৃতীয় পক্ষে বিবাহ করেন, তাতে কি বিপদ না ঘটেছিল ; ছাল্লাতলায় শাশুড়ী মাগী চীৎকারধ্বনি কত্তে লাগলো, বরকে কনে বাবা বলে ডাকৃতে লাগলো, তার পর তিন শত টাকা বয়স অধিকের জরিমানা দিলে বিবাহ হলো ; বরের বা পায়ে একখান দাদ ছিল বলে তার জন্য পচিশ টাকা নিলে । বিদ্যা। রাজার ঐশ্বর্য্যের সীমা নাই, কোন বিষয়ে ভাবনা কত্তে হবে না। আমি ব্রাহ্মণীর সহিত কথোপকথন করে আপনাকে কল্য জানাব । বিদ্যাভূষণের প্রস্থান । জল ৷ ছিনে জোক, কঁাটালের আটা, আর ভট্টাচাৰ্য্য বামন, অল্পে ছাড়ে না ; আপদ গেল, আমি আশা কচ্চি মালতীর, এলো কি না বিদ্যাভূষণ । ( শিস দেওন ) মন উচাটন, মালতী কারণ, কই দরশন, পাই গো তার । ( নেপথ্যে মলের শব্দ ) মলেতে মল্লার, বেহাগ বাহার, ৰাজে চমৎকার, বঁচি নে আর । মালতী ও মল্পিকার প্রবেশ এই তো আমার মন:পিঞ্জরের হিরেমন এলো, এখন কেন কবিতাটি বলি না।