পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী 는 মল্লি । মহাশয়, পায় পড়ারে পারা ভার, আপনার উপর মালতীর দয়া হয়েচে, আপনি এখন স্থান, আর দিন স্থির করুন । মালতীর বাড়ীতে আপনি কি যেতে পারেন না ? জল । আমার খুব সাহস আছে, কিন্তু পরের বাড়ীতে যাওয়া প্রাণ হাতে করে ; এ কাজে মারামারি কথায় কথায় । তুমি মালতীকে নিয়ে আমার কেলিগৃহে যেতে পার না ? মল্লি । আর জগদম্ব যদি দেখতে পায় ? জল । আমি আট ঘাট বন্দ করবে, সে দিকে কারে। যেতে দেব না । ( চাবি দিয়া ) এই চাবিটি রাখ, কল্য সন্ধ্যার পর কেলিগৃহের চাবি খুলে তোমরা তথায় থাকবে, আমি অবিলম্বে হুজুরে হাজির হবে । মল্লি। পাকা হয়ে রইল, এখন পথ ছাডুন, আমরা ঘাটে যাই । জল । দেখ যেন ভুলো না । মল্লি । মহাশয়, প্রেমের তারে হাত পড়েচে, আর কি ভোলা যায় ? যার সঙ্গে যার মজে মন । কিবা হাড়ী কিবা ডোম ॥ মাল । তুই যে এখনি অবশ হলি । মল্লি । আড় নয়নের এমনি জোর । জল । মালতি, তুমি যে শাড়ীখান পরে সে দিন রাজবাড়ী গিয়েছিলে, সেই শাড়ীখান পরে যেও । মল্লি । আমি কেবল ধামাধরা, মন্ত্রিমহাশয়, আমায় কিছু বল্যেন না, এত অপমান, আমি যাব না । মাল। না গেলে, অামারি ভাল । জল। মল্লিকে, তুমি আর এক দিন য়েও ।