পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ দীনবন্ধু-গ্রন্থাবলী মল্লি । না, আমি আজই যাবো—মালতি, তোর মনে এই ছিল, এক যাত্রায় পৃথক ফল, আমি সদাগরকে বলে দেব । জল । না মল্লিকে, তারে বল না, আমি কারো বঞ্চিত করবো না। মাল। বল্লিই বা, মন্ত্রিমহাশয় কি আমায় দুটো খেতে দিতে পারবেন না। জল । মালতি, তোমায় আমি মাথায় করে রাখতে পারি, কেবল জগদম্বার ভয়, সে কথায় কথায় মারে ধরে । মল্লি । ( জগদম্বাকে দূরে দেখিয়া ) বলতে না বলতে ঐ দেখ দশ দিক আলো করে জগদম্বার উদয় হচ্চে । জল । তাই তো আমি যাই, মালতি, মনে রেখ— জগদম্বার প্রবেশ জগ । ও পোড়াকপালীর বেট, এই তোমার রাজবাড়ী যাওয়া, তোমার আর মরণের জায়গা নেই, ঘাটের পথে পোড়া কপাল পোড়াচ্চো । জল । ( মস্তক চুলকাইতে চুলকাইতে ) ওঁরাই আমারে ডেকে গোটাকত কথা জিজ্ঞাসা কচ্চেন, আমি কি কারো দিকে উচু নজোরে চাই । [ জলধরের প্রস্থান । জগ । পাড়ার পোড়াকপালীরে, পাড়ার সর্বনাশীরে, পাড়ার সাত গতরখাগীরে, পাড়ার গন্তানীরে, পাড়ার পাড়াকুতুলীরে, এক ভাতারে মন ওটে না, সাত ভাতার কত্তে যায় ; ঘাট মানে না, পথ মানে না, মাঠ মানে না, বড় লোক দেখলে ডেকে কথা কয় ; ও মা কোথায় যাব, কি লজ্জা, কলি কালে হলো কি, যেমন দিইচিস্ তেমনি পেইচিস, ভাল দিয়ে আসতিস, মন্ত্রীর মাগ হতে পেতিস্ ।