পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী নাট্যগুরু স্বৰ্গীয় দীনবন্ধু মিত্র মহাশয় শ্ৰীচরণেষু— বঙ্গে রঙ্গালয় স্থাপনের জন্য মহাশয় কৰ্ম্মক্ষেত্রে আসিয়াছিলেন ।--যে সময়ে সধবার একাদশী’ অভিনয় হয় সেই সময় ধনাঢ্য ব্যক্তির সাহায্য ব্যতীত নাটকাভিনয় করা একপ্রকার অসম্ভব হইত ; কারণ পরিচ্ছদ প্রভৃতির যেরূপ বিপুল ব্যয় হইত, তাহা নিৰ্বাহ করা সাধারণের সাধ্যাতীত ছিল। কিন্তু আপনার সমাজচিত্র ‘সধবার একাদশী’তে অর্থব্যয়ের প্রয়োজন হয় নাই । সে জন্য সম্পত্তিহীন যুবকবৃন্দ মিলিয়া সধবার একাদশী’ করিতে সক্ষম হয়। মহাশয়ের নাটক যদি না থাকিত, এই সকল যুবক মিলিয়া ‘ন্যাসাদ্যাল থিয়েটার’ স্থাপন করিতে সাহস করিত না । সেই নিমিত্ত আপনাকে রক্ষণ লয়শ্রষ্টা বলিয়া নমস্কার করি ।