পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ দীনবন্ধু-গ্রন্থাবলী কি কখন পরপুরুষ স্পর্শ করি—যদিও কোন কুলকামিনী কুপথে যেতে ইচ্ছে করে, তোমার ভয়ে পারে না, অমন কদাকার, পেট-মোটা, টেকিরামকে কেউ সকের পতি কত্তে পারে ? মল্লি । আমি যদিও পাত্তেম তা আর পারি নে, একে ঐ রূপ, তাতে জগদম্বার গোময় মুখে মুখ দিয়েচে, সেই মুখ দিয়ে এতক্ষণ পচা জাবের জল নির্গত হচ্ছিল । যথার্থ বলচি, আমি সে অাশা একেবারে ছেড়ে দিলেম—এই স্যাও বাছ, তোমাদের বৈটক্‌খানার চাবি ন্যাও, মন্ত্রিবর স্থির করেচেন, কাল সন্ধ্যার পর মালতীকে লয়ে তথায় কেলি করবেন। ( চাবি দেওন ) - মাল। বাছা, তুমি কাল সন্ধ্যার পর তোমাদের কেলিগৃহে, আমি যে শাড়ী পাটিয়ে দেব, তাই পরে বসে থেকে, তা হলে জানতে পারবে, আমরা তোমার ভাতারকে নষ্ট কচ্চি, কি তিনি আমাদের নষ্ট কচ্চেন । জগ। বটে, বটে, কপালে আগুন লেগেচে, এমন করে ড্যাক্রা আমার মাত খাচ্চে ; কাল যদি ধত্তে পারি, এর শাস্তি দেবো, ব্যাট দিয়ে বিষ ঝাড়ান ঝাড়বে, মালতি, তুই শাড়ীখান পাটিয়ে দিস বাছা । [ জগদম্বার প্রস্থান । মল্লি । ভাল মজার কল পাতা গেল, এখন ইছর পড়লে হয় । আমরা ভাবছিলেম, মাগীকে খুজে পাটিয়ে দিতে হবে, মাগী কিনা আপনি এসে উপস্থিত । সুরমা এবং কামিনীর প্রবেশ মাল। কামিনীর যেমন রূপ, তেমনি বর জুটেচে, কামিনীর অঙ্গে কোন খুত নেই, কাচা সোনার মত বর্ণ,