পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ३¢ মুখখানি যেন ছাচে তোলা, চক্ষু দুটি যেন তুলি দিয়ে টেনে দিয়েচে, এমন মেয়ে নইলে রাজসিংহাসনে কি শোভা পায় ? মল্লিকে, দেখেচিস, কামিনীর চুল মাটিতে মুটিয়ে যায়। (চুল দর্শায়ন ) সুর । মহারাজের সহিত কামিনীর বিবাহের কথা হচ্চে বটে, কিন্তু আমি তা দিতে দেব না—আমার কচি মেয়ে, শত্রুর মুখে ছাই দিয়ে, গত বৎসরে পনের বৎসরে পড়েচে, আমি এমন বালিকা তেজবরে রাজাকে দিতে পারি ? বাছ, শাস্ত্রে বলে যদি কশ্চিৎ বরে দোষ: | কিং কুলেন ধলেন বা ॥ মল্লি । যথার্থ কথা বলতে কি, আপনিই মায়ের মত মা ; অন্য মায়ে কেবল টাকা খোজে, আর মান খোজে, আপনি কেবল পাত্রের গুণ খোজেন । সুর। বাছ, আমার সাত নাই পাচ নাই, একটি মেয়ে, আমি কি প্রাণ ধরে অসাজস্ত বরে দিতে পারি, অামার কামিনীর যেমন রূপ, তেমনি স্বভাব, কেউ বাড়ী বেড়াতে এলে, বাছ আহলাদে আট্‌খানা হন, কত যত্ন করেন, কত অাদর করেন, কত কথা বলেন । গল্প শুনতে বড় ভাল বাসেন, কত শাস্ত্র শিখেচেন, কত পুতি পড়েচেন । মাল । রাজার বয়স অনেক হয়েচে তার সন্দেহ কি, তাতে আবার বড় রাণীর সঙ্গে যে ব্যবহার করেচেন, তা কামিনীই যেন জানে না, আপনার তো স্মরণ অাছে, আমাদেরও একটু একটু মনে পড়ে। স্বর । সে কথায় অার কাজ কি । মাল । তা মা, আপনার কামিনী যে রূপবতী, কামিনীকে যে বিয়ে করবে, সেই রাজা হবে ।