পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ দীনৰন্ধু-গ্রন্থাবলী স্বর। মা, যার মনের সুখ আছে, সেই রাজা ; আমার কামিনীর যদি মনের মত বর হয়, আর জামাই যদি কামিনীকে ভাল বাসে, তা হলে, তার সুখে কামিনী রাণী, কামিনীর সুখে সে রাজা । মাল। আপনার যেমন মেয়ে, তেমনি জামাই হবে । সুর । আমি ভাল ছেলে পেলেই বিয়ে দেব, কারো নিষেধ শুনবে না, ওঁর রাজবাড়ীতে কৰ্ম্ম করেন, ভাবেন, রাজার সঙ্গে মেয়ের বিয়ে হলেই মেয়ে সুখী হবে । কামি । মল্লিকে, তুমি কাল আমাদের বাড়ী যেতে পারবে ? আমি একখানি নতুন পুতি পেইচি, তোমার সঙ্গে একত্রে পড়বো । মল্লি । কি পুতি পেলে ভাই, রাজা দিয়েচেন না কি ? কামি । আমি ফুল তুলে আনি । [ কামিনীর প্রস্থান । মাল। তুই এমন লজ্জা দিতে পারিস, অন্য মেয়ে হলে তুই যেমন, তেমনি জবাব পেতিস । সুর। মল্লিকে ছেলেকাল হতে এমনি আমুদে । মাল । কামিনীর মত কি, তা জানতে পেরেচেন ? সুর । কামিনী বালিকে, ও কি ভালমন্দ বিচার কত্তে পারে, না ভবিষ্যতের ভাবনা ভাবে । ভাবভক্তিতে বোধ হয়, রাজাকে বিয়ে কত্তে কামিনীর ইচ্ছে নেই। মল্লি । তা রাজাকেই দেন, আর অন্ত কাহাকেই দেন, মেয়ের বয়েস হয়েচে, বিয়ে দিতে আর দেরি করবেন না। মাল । কেন, তোমায় কামিনী কিছু বলেচে নাকি ? মল্লি । বলুক আর না বলুক, আপনার মন দিয়ে পরের মন জানা যায় ।