পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী २१ মাল। তুমি কি এমনি বয়সে বিয়ের জন্তে পাগল হয়েছিলে ? মল্লি । মনের কথা খুলে বল্যেই পাগল বলে, আমিই হই, আর তুমিই হও, আর কামিনীর মাই হন, সকলেই এক সময়ে পাগল হয়েছিলেন। কামিনীর মনের ভাব যে বুঝতে পারে, সেই বলতে পারে, কামিনী বিয়ে কত্তে চায়, কি না । সুর । কামিনীর ইচ্ছে হয়েচে কি না তা ধৰ্ম্ম জানেন ; কিন্তু আমার ইচ্ছে ত্বরায় বিয়ে দিই, বেশ ফুটিতে আমোদ আহলাদ করে, পড়া শুনা করে, কথোপকথন করে, দেখে সুখী হই । মল্লি । ( বিজয় ও কামিনীকে দেখিয়া ) ঐ দেখ তোমার কামিনী বর নিয়ে আসচে। ছুটি ছোট ছোট গোলাপ ফুল হস্তে কামিনীর প্রবেশ । একটি বড় গোলাপ ফুল হস্তে কামিনীর পশ্চাৎ বিজয়ের প্রবেশ । সুর । কি মা কামিনী, ভয় পেয়েচ—আপনি কে বাছ ? এই নবীন বয়েসে কার সর্বনাশ করেচ বাপু ! তোমার মা কি করে প্রাণ ধরে আছে বল দেখি ? তুমি কি হুঃখে তপস্বী হয়েচ বাপ ! আমার কামিনী কি তোমায় কিছু মন্দ বলেচে ? বিজ । না মা, আপনার কামিনী অতি সুশীল, কামিনীর মুখে কখনই মন্দ কথা বার হতে পারে না—আমি এই রাজবাগানে ভ্রমণ করিতে করিতে ক্লাস্ত হয়ে বকুলতলায় বিশ্রাম কচ্ছিলেম, ইতিমধ্যে কামিনী সেখানে গিয়ে ফুল তুলতে লাগলেন, এই ফুলটি অনেক যত্ন করেও পাড়তে পারলেন না, কাটার ভিতর যেতে পাল্লেন না ; ফুল পাড়তে না পেরে আমার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন, আমি বিবেচনা কল্লেম, আমায় পেড়ে দিতে বলচেন, আমি কাটার ভিতরে গিয়ে