পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४” দীনবন্ধু-গ্রন্থাবলী অনেক যত্নে ফুলটি পাড়লেম, আমি যতক্ষণ ফুলটি পাড়তে লাগলেম, কামিনী ততক্ষণ চিত্ৰপুত্তলিকার স্যায় দেখতে লাগলেন, আমার বোধ হলো, গোলাপটি কামিনীর মন অতিশয় মোহিত করেচে, ফুলটি তুলে কামিনীর হাতে দিতে গেলেম, কামিনী লজ্জা বোধ করে এ দিকে এলেন ; আমি কামিনীর মনোরঞ্জন এই গোলাপটি হাতে করে কামিনীর পশ্চাতে এলেম । সুর । ফুল স্যাও না মা, কোন ভয় নেই—ইনি সামান্ত তপস্বী নন, ইনি কোন দেবতা, স্বর্গ ছেড়ে পৃথিবীতে তপস্বীর বেশে বেড়াচ্চেন—তুমি ফুল পাড়তে পারলে না, তপস্বী পেড়ে দিলেন, তা নিতে দোষ কি ? কামি । আমি দুটি আপনি তুলে এনিচি । সুর । তা হক, আর একটি স্বাও । মল্লি । কামিনীর সাহস হবে, জটাধারী তপস্বীর হাত হতে ফুল নেবে ? তপস্বী, আমার হাতে দাও, আমি কামিনীকে দিচ্চি । বিজ। আচ্ছ। আপনিই কামিনীকে দেন। (ফুলদান ) মল্লি। কামিনি, আমার হাতে নিতে ভয় আছে ? ( কামিনীর ফুল গ্রহণ ) কামি। এ ফুলটি খুব মস্ত । মল্লি । হর পূজে বর মিজো ভাল, এত দিনের পর বুঝি তপস্বিনী হতে হলো— কামি । আমি ঘাটে যাই, (কিঞ্চিৎ গিয়া ) মল্লিকে আসবে ? সুর। বাছা, তুমি কেমন করে এমন বয়সে জননীকে ফাকি দিয়ে এসেচ ? তোমার শোকে তোমার মা আত্মহত্যা