পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ψδο দীনবন্ধু-গ্রন্থাবলী মল্লি। যদি আপনার জননী মত দিতেন, তা হলে কি রাজকন্যাকে বিয়ে কত্তেন ? বিজ। রাজকন্যার রূপলাবণ্য উত্তম বটে, কিন্তু তার যে অহঙ্কার, তাতে আমার মত দুঃখী, তার কাছে প্রীতি পেতে পারে না, আমি স্থির করেছিলেম, জননী যদি অমত না করেন, তবে মন্ত্রীর কৰ্ম্ম গ্রহণ করবে, কিন্তু রাজকন্যার পাণিগ্রহণ করবে না। স্বর । আহা ! বাছ, তোমার জননীর তুমি অন্ধের নড়ী, তুমিই তার সর্বস্ব ধন ; বোধ করি, তিনি বড় দুঃখিনী। তুমি যদি আমাদের বাড়ীতে এক দিন এস, তোমার কাছে তোমার জননীর সকল কথা শুনি । আমাদের বাড়ীর ঐ মন্দির দেখা যাচ্চে—চল মালতি, আমরা ঘাটে যাই, বেলা গেল। [ বিজয় ব্যতীত সকলের প্রস্থান । বিজ। এ কি তাপসের মন –আচল অটল হরিণনয়না মুখ পুওরীক হেরে— এমন ব্যাকুল ! যেন মণিহারা ফণী, কিম্বা সরোবরণীরে—মোহন মুকুর— বিচঞ্চল শশধর কলেবর, ষবে পূর্ণিমার সন্ধ্যা কালে, তাপসের কুল, কুল হতে লয় বারি কমণ্ডলু ভরি। কত দেশে শত শত কুলকমলিনী— অনঙ্গরঙ্গিণী কিবা ত্রিদেব ঈশ্বরী— হেরিছি নয়নে, কিন্তু হেন নব ভাব আবির্ভাব কছু নাহি হয় মম মনে— চলে না চরণ আর সরে না বচন, পাগলের মত প্রাণ–সতত অধীর— সজোরে বক্ষের স্বারে প্রহারে আঘাত, চপল চরণে যেতে স্থির সৌদামিনী