পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী wee সরম ফিরায়ে নিল কামিনীর কর । লাজমাথা মুখশশী হেরিলাম যাই নৰ বাসনার স্বষ্টি অমনি হুইল মনে—ইচ্ছা হলো ধীরে ধীরে ধরি কর, করি দান নিরমল পবিত্র চুম্বন, কামিনীর সুবিমল কপোল কমলে, মরালগামিনী কিন্তু—সরমের লতা— মরাল গমনে গেল! জননী নিকটে । নবীন বাসনা মম—ৰিমত্ত বারণনিবারণ কিসে করি বিনা বিধুমুখ। কামিনী কমল মুখে পাইলাম জ্ঞান, বিধির স্থজন মধ্যে মহিলা প্রধান, পয়োধি প্রবাল ধরে, মণি মহীধর ; অপার আলঙ্গ ধরে রমণী অধর । [ প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক রাজার কেলিগৃহ মহারাজ আসীন রাজা । আমায় আবার লোকে কন্যা দান কত্তে চায়, আমি কি নরাধমের স্তায় কাজ করিচি, আমি কি কাপুরুষ, আমি কি দুর্দান্ত নির্দয় দস্থ্য, আমি যে অবলাকে শাস্ত্রমত সহধৰ্ম্মিণী করলেম, আমি যে অবলাকে প্ৰাণেশ্বরী বলে আলিঙ্গন করলেম, আমি যে অবলাকে পাটরাণী করলেম, যে অবলার পতিগত প্রাণ ছিল, যে অবল রাত্রি দিন পতির সুখ স্বচ্ছন্দ কামনা করিত, আমি সেই অবলাকে কি ক্লেশ না দিইচি। প্রমদা খেতে পান নি, পরতে পান নি ; ছোট রাণীর &