পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ‘VG মাধবের প্রবেশ মাধ। মহারাজ, এখন একবার সভাস্থ হতে হবে। বিবাহের রাত্রে যেমন সভা হয়, আজো তেমনি হয়েচে ; যে সকল কন্যা দেখা গিয়াচে, তাদের বর্ণনা শুনে অদ্য সম্বন্ধের স্থিরতা হবে । রাজা । সভার কিরূপ শোভা হয়েচে, বল দেখি । মাধ। মহারাজ, সিংহাসনের কাছে জাম্বুবান পেট উচু করে বসে আছেন— রাজা। তোমার ভাষায় বল্যে, কিছুই বোঝা যায় না । মাধ। মহারাজ, মন্ত্রী জলধর পেট উচু করে বসে আছেন, জলধরকে মন্ত্রী করে রাজত্বের নিন্দ হচ্চে । রাজা । মন্ত্রী কেবল নামে, রাজকাৰ্য্যে কোন ক্ষমতা নাই । বিনায়ক সকল কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন । আর সভায় কি দেখলে ? মাধ। সিংহাসনের ডান দিকে আর্কফলা মাথায় দিয়ে সংক্রান্তি মহাপুরুষের নস্য গ্রহণ কচ্চেন। আর কিষ্কিন্ধ্যাবাসীর হ্যায় বায়ান্ন রকম মুখভঙ্গিমা দেখাচ্চেন। (নস্ত লওয়া এবং মুখভঙ্গিম দর্শায়ন ) আর ন্যায়শাস্ত্রের বিচার কত্তে কত্তে হাতাহাতির পুর্বলক্ষণ দেখে এইচি । রাজা । তুমি অধ্যাপকদিগের এরূপ বর্ণনা কচ্চো, তোমার প্রতি র্তাহারা রাগ কত্তে পারেন । মাধ। মহারাজ, অধ্যাপক ভট্টাচাৰ্য্যগণ খড়ের আগুন, যেমন জ্বলে, তেমনি নেবে । মহারাজ, এক দিন আমার এক জন ভট্টাচার্য্যের আর্কফল ধরে টানতে বড় ইচ্ছে হলো, যা থাকে কপালে ভেবে, সার্ভোম মহাশয়ের চৈতন্ত ধরে এক হ্যাচক টান দিলাম, ব্রাহ্মণ চিৎ হয়ে পড়ে, সাড়ে সতের গণ্ড৷