পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী \ల్సి প্রথম পণ্ডিত । “চিন্তা জ্বরে মনুষ্যাণাং”—প্রাণাধিক সহধৰ্ম্মিণীর বিরহট অতি প্রচণ্ড, মহারাজ অন্তঃকরণে অসুখী হবেন, আশ্চৰ্য্য কি ? ভাৰ্য্যার বিয়োগে গৃহশূন্ত বলে । জল । অসারে থলু সংসারে, সারং শ্বশুরকামিনী । যা হক, এখন পুরাতন অনল তোলা কৰ্ত্তব্য নয় । বিদ্যা । শোক সম্বরণপূর্বক পুনৰ্ব্বার দারপরিগ্রহে মহারাজের মনস্তুষ্টি করা কৰ্ত্তব্য । দ্বিতীয় পণ্ডিত । পুত্রার্থে ক্রিয়তে ভাৰ্য্যা পুত্র: পিণ্ডপ্রয়োজনং। রাজার পুত্র নাই, সুতরাং বিবাহ করা কৰ্ত্তব্য । প্রথম পণ্ডিত । পুং—ত্র পুত্র, পুং নামে যে নরক আছে, তাহা হইতে কেবল পুত্রের দ্বারাই ত্রাণ হয়, এই জন্য পুত্র না থাকলে, দ্বিতীয় পক্ষেই হউক, আর তৃতীয় পক্ষেই হউক, বিবাহ কৰ্ত্তব্য । মাধ । বিবাহ তৃতীয় পক্ষে, সে কেবল পিত্তি রক্ষে । বিদ্যা । মাধব, স্থিরে। ভব। গুরুপুত্রের প্রবেশ জল। প্রভুর আগমনে সভা পবিত্র হলে, প্রভুর চরণরেণুতে মনের গাড়ু মাজলে খুব ফরসা হয়। গুরু । মহারাজের আসবের বিলম্ব কি ? বিদ্যা । আগতপ্রায় । প্রথম পণ্ডিত । কিরূপে অনুমান কল্যে, ওহে ও বিদ্যাভূষণ, কিরূপে অনুমান কল্যে ? বিদ্যা । কেন না হবে, যে হেতু “পৰ্ব্বতে বহ্নিমান ধূমাৎ”