পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * দীনবন্ধু-গ্রন্থাবলী এই হচ্চে ন্যায়শাস্ত্রের শিরোভাগ অনুমান খণ্ড, ইহাতে সন্দেহ কি ? প্রথম পণ্ডিত। অত্র কো ধূমঃ কে বা বহ্নিঃ ? দ্বিতীয় পণ্ডিত । আহা, হা, তুমি কিছুই বুঝলে না, তুমি এতে আবার প্রশ্ন কচ্চে ? হস্তিমুখের সহিত বিচার ! গুরু । স্থিরে। ভব, ও তর্কালঙ্কার ভায়া স্থিরো ভব, বিদ্যাবাগীশকে বুঝায়ে দাও । প্রথম পণ্ডিত । তর্কালঙ্কার সকল বিষয়ে হস্তক্ষেপ কত্তে যান ; তুমি বোঝে কি হ্যা, কেবল ষাড়ের মত তুমি চীৎকার কত্তে পারে, ব্যাকরণ জান না, ন্যায়ের বিচার কত্তে এসেচ, আমরা অনেক পড়ে পণ্ডিত হইচি, আজো আমার হাতে ভাতের কাটির কড়া আছে, আমি তোমার সঙ্গে এক সভায় বিচার করি, তোমার শ্লাঘা জ্ঞান কত্তে হয়— দ্বিতীয় পণ্ডিত । ওহে ও বিদ্যাবাগীশ ক্ষান্ত হও, এ স্থলে মাধব ধুম— প্রথম পণ্ডিত । এই বিষ্ঠা বেরয়েচে—মাধব হস্তপদবিশিষ্ট জীব, ধূম অচেতন পদার্থ, মাধব কি প্রকারে ধূম হতে পারে, বল দেখি, এত বড় অবর্বাচীন আর আছে । গুরু । চেঁচাও কেন ; শোন না । তর্কালঙ্কার কি বলছিলে বলে। দ্বিতীয় পণ্ডিত । বিদ্যাবাগীশ, তোমাকে ভাল জ্ঞান ছিল, আজ জানলেম, তুমি অতি অপদার্থ। প্রথম পণ্ডিত । কি বলছিলে বলে । দ্বিতীয় পণ্ডিত। এ স্থলে মাধব ধূম, রাজ বহ্নি, মাধবের আগমনেই রাজার আগমন উপলব্ধি হচ্চে, এ যদি না অনুমান হয়, তবে অনুমান খণ্ডটা ভাগাড়ে ফেলে দাও, আর তার সঙ্গে তুমিও যাও ।