পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8는 দীনবন্ধু-গ্রন্থাবলী দ্বিতীয় পণ্ডিত । ( জনাস্তিকে ) গুরুপুত্র বল্যেও হয়, গরুপুত্র বল্যেও হয়। গুরু । কি হে তর্কালঙ্কার, কি বলচে ? মাধ। আজ্ঞা, আপনার গুণই ব্যাখ্যা কচ্চেন । দ্বিতীয় পণ্ডিত । এ শ্লোক মীমাংসা কত্তে গেলে, অনেক বাদামুবাদ কত্তে হয়, আপনার সহিত তর্ক করা সম্ভবে না। যদ্যপি বিদ্যাভূষণ দাদা অগ্রসর হন, তবে এই বিষয়ের বিচার হয় । মাধ। উদোর বোঝা, বুদোর ঘাড়ে, বিদ্যাভূষণ মহাশয়, একটা জলপাত্র আনতে বলবো ? বিদ্যা । ওহে তর্কালঙ্কার, পরাজয় স্বীকার কর, প্রাগলভ্যের প্রয়োজন নাই । মাধ। তর্কালঙ্কার মহাশয়, ঢাকের বাদ্য কোন সময় ভাল লাগে, জানেন ? যে সময়টি চুপ করে, আপনি হার মানলেই যদি ঢাক থামে, তবে আপনি হার মানুন । প্রথম পণ্ডিত । মহাশয়, আপনার পিতার কুশাসন বহন করে কত লোক পণ্ডিত হয়েচে, আপনার কাছে পরাজয় স্বীকার করায় অপমান কি ? শ্লোকের মীমাংস আপনিই করুন । গুরু। ভাল কথা।–“ভূতবাসরঃ, যোজে ঘণ্ট, কেলি কুঞ্চিক, ভিন্দিপালঃ” ভূত বাসরঃ, যোজে ঘণ্ট, “ভূত বাসর” অর্থে বয়ড়া, “যোজে ঘণ্টা” অর্থে হাতীর গলায় ঘণ্ট,—“ভূত বাসরঃ, যোজে ঘণ্টা, কেলি কুঞ্চিক, ভিন্দিপালঃ” কেলি কুঞ্চিক বলে ছোট শালীকে, অর্থাৎ স্ত্রীর কনিষ্ঠ ভগিনী, “ভিন্দিপাল” অর্থে দেড় হেতে খেটে, অর্থাৎ ভিন্দিপাল বল্যেই দেড় হাত লম্বা একটি খেটে বোঝাবে, পাচ পোয়াও নয়, সাত পোয়াও নয়—এ সকল অনেক পৰ্য্যটনে সংগ্রহ করা গিয়াছে ;