পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী 8(? দাতের মাড়ি বেরিয়ে পড়ে। এইরূপে একটি দুটি দেখিতে দেখিতে দ্বাদশটি মেয়ে দেখা হইল, একটিও মহারাজের যোগ্য বিবেচনা হইল না। অবশেষে চন্দনধামে এক স্বরূপ, সুশীল, সুলক্ষণা, সুপণ্ডিত, স্থলোচনা লোচনপথের পথিক হলেন, মেয়ে দেখাতে কত মেয়ে এলে, তার সংখ্যা নাই ; কেহ বলে, রাজার বয়স কত, কেহ বলে, এমন মেয়ে তার পাবে না, কেহ বলে, এ মেয়ের মত লজ্জাশীল৷ আর নাই, এইরূপে কামিনীগণ ঘটকদিগকে অন্যমনস্ক করিয়া দেয়, তাহারা ভাল মন্দ নির্ণয় করিতে পারে না ; আমি মেয়েদের কথায় কাজ ভুলি না, আমি তন্ন তন্ন করিয়া দেখলেম, এই কামিনী রাজসিংহাসনের যোগ্য, এবং স্থির করলেম, যদি আর ভাল না দেখা যায়, তবে এই প্রমদাই মহীপতিকে পতিত্বে বরণ করবেন। জল । বয়স কত ? প্রথম ঘটক । দ্বাদশ বৎসর উত্তীর্ণ হয়েচে । মাধ। কিছু দিন খড় গোবর চাই । প্রথম ঘটক মহারাজ, পরিশেষে রাজ্যে প্রত্যাবৰ্ত্তন করে, বিদ্যাভূষণ সভাপণ্ডিত মহাশয়ের তনয়াকে দর্শন করলেম ; মহারাজ, এমন মেয়ে কখন নয়নগোচর হয় নি, পৃথিবীতে এমন মেয়ে কখন জন্মায় নি, বোধ হয়, ভগবতী আবার মানবলীলা করিবার জন্য জন্মগ্রহণ করেচেন, অথবা রামচন্দ্র কলিতে অবতার হয়েচেন, তাহার অন্বেষণে পতিপ্রাণী জানকী অবনীতে প্রবেশ করেচেন। এমন ভুবনমোহন রূপ, এমন সরল ভাব, এমন নম্র প্রকৃতি, কখন দেখা যায় নি ; কামিনী, কামিনীকুলের গৌরব ; কামিনী, কামিনীকুলের অহঙ্কার, কামিনী, কামিনীকুলের শ্লাঘা। যত রমণী দেখে এসেচি, তারা তারা, কামিনী সুধাংশু । কামিনীর হস্ত দুইখানি মৃণাল অপেক্ষাও সুকোমল, অঙ্গুলিগুলি চম্পকাবলি,