পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8やり দীনবন্ধু-গ্রন্থাবলী করতল অতি কোমল, স্বভাবতই অলক্ত-সিক্ত, মহারাজ, এ সকল রাজলক্ষ্মীর লক্ষণ, কামিনী রাজ্ঞী হবেন, তার অার সন্দেহ নাই । রাজা । ( দীর্ঘ নিশ্বাস ) আর কোন ঘটক উপস্থিত আছেন ? দ্বিতীয় ঘটক। মহারাজ, আমি ভ্রমণ করিতে করিতে মহা ভয়ঙ্কর তরঙ্গমালাসস্কুল পদ্ম। নদী পার হইয়া সত্যবান সেনের রাজ্যে উপস্থিত হলেম । গুরু । আহা ! তুমি অতি মনোরম্য স্থানে গিয়েছিলে, সেখানে অনেক ভদ্র লোকের বসতি, কুলীনের বাসস্থানই সেই, সেখানকার রীতি নীতি অতি চমৎকার । মাধ। সেই তো খয়ে রাভূের দেশ ? গুরু । আহা ! এমত কথা কখন বলে না, সত্যবান রাজার রাজ্যে বিধবারা তাম্বল ভক্ষণ করে না, তাহারাই যথার্থ ব্রহ্মচর্য্য করিয়া থাকে । মাধ। তবে একাদশীর দিন সেখানে অত খই, দই বিক্ৰী হয় কেন ? দ্বিতীয় ঘটক। একাদশীর দিন সেখানে বিধবার। কেহ কেহ খই দই খেয়ে উপবাস করেন, কেহ কেহ নিরস্তু উপবাস করেন । বিন । কিরূপ মেয়ে দেখে এসেচেন, তাহ বর্ণনা করুন। দ্বিতীয় ঘটক। সত্যবান রাজার বাড়ীর অনতিদূরে আমি এক পরম সুন্দরী রমণী দর্শন করলেম—সুকেশ, মুনাস, বিম্বাধর, পীনপয়োধরা, বিপুলনিতম্ব, কিন্তু রহস্তের বিষয় এই, তিনি ষোড়শী যুবতী, অদ্যাপিও নাকের মধ্যস্থলে একটি নোলক দোতুল্যমান রহিয়াছে, তাহ দেখলে হাস্য সম্বরণ করা হুঙ্কর— আমার হাসি আপনিই এলে, মহা গণ্ডগোল উপস্থিত হলো,