পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" দীনবন্ধু-গ্রন্থাবলী জল । তাহার। সুন্দরী কেমন ? তৃতীয় ঘটক। চোক্ ছিড়ে ফেলি—কাল বর্ণ, খাট চুল, কোটর চক্ষু, মোট পেট, যার সাত পুরুষে বিবাহ না করেচে, সেই দক্ষিণে গিয়ে বিবাহ করুক । মাধ। তবে মন্ত্রী মহাশয়কে পাঠালে হয় । তৃতীয় ঘটক। একটি পাঁচ পাচি মেয়ে দেখলেম, অঙ্গসৌষ্ঠব মন্দ নয়, কিন্তু আবাগের বেটী এমনি কাচা এটে শাড়ী পরেচে, আমি অবাক হয়ে রলেম ; যে বিদ্যাধরীরে মেয়ে দেখাতে এনেছিলেন, তাদেরও কাচা আঁটা । একে মোট পেট, তাতে কাচ দিয়ে কাপড় পর, ষোল হাত শাড়ীর কম চলে না, আমি ভেবে চিস্তে দেশে ফিরে এলেম । মহারাজ, বিদ্যাভূষণনন্দিনী সাক্ষাৎ অন্নপূর্ণ, কামিনীর তুল্য স্বরূপ। রমণী দেবতার দুল্লভ ; এমন ধৰ্ম্মশীল, সুশীল। মহিলা দেশে থাকতে, বিদেশে পাত্রী অন্বেষণ, বৃথা কালহরণ মাত্র । রাজা । ( দীর্ঘ নিশ্বাস ) কামিনী যাকে মা বলে, সেই ধন্য, কামিনী যাকে পিতা বলে, সেইই সুখী—অামার মন অতিশয় চঞ্চল হয়েচে, আদ্য কোন বিষয় নিৰ্দ্ধারিত হতে পারে না । [ সকলের প্রস্থান ।