পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাঙ্ক জলধরের কেলিগৃহ জগদম্বার প্রবেশ জগ । আজ তোমারি এক দিন, আর অামারি এক দিন, এই মুড়ো বাট মুখে মারবো তবে ছাড়বো । পোড়াকপালীর ব্যাট, এত বিশ্বাস করে, এইই আশ্চৰ্য্য, তাদের হলো সোমত্ত । বয়েস, ভরা যৌবন, তারা ওঁয়ার রসিকতায় ভুলে, দড়োদড়ি ওঁয়ার বৈটকখানায় আসতে যাচ্চে ? পোড়ার মুখ, এই ছলনা বুঝতে পারে না, মন্ত্রীর কৰ্ম্ম করে কেমন করে ? সে বার গুণীগয়লানীকে খামক একটা কথা বলে কি ঢলানডাই ঢলালে, কত মিনতি করে, পায় হাতে ধরে, চুপচাপ করিয়ে দিলেম । তা তে লজ্জা নাই, বিচি উলে গেলে আর তো মনে থাকে না, রাগের মাতায় যা বলি টলি, মালতীকে আমার ভয় হয় না, ও খুব ধীর, শান্ত । আমার ভয় করে ঐ মল্লিকে ছুড়ীকে, ছুড়ী যেন আগুনের ফুলকি, যার চালে পড়বে, তার ভিটেয় ঘুঘু চরাবে । ( আপনার অঙ্গ দর্শন করিয়া ) এত বয়েস হয়েচে, তবু ভাল শাড়ীখানি পরিচি, কেমন দেখাচ্চে, তা তোর যদিই ভাল লাগে, আমারে বল্লিই তো হয়, আমি আবার কালপেড়ে ধুতি পরি, সি তেয় সিতি দিই, ঝাপটা কাটি, মিনসে তো করবে না, কেবল পাড়ায় পাড়ায় পাক্ দিয়ে বেড়াবে। আমি ঘোমটা দিয়ে চুপ করে বসি, যদি ধত্তে পারি, আজ মালতী মল্লিকেকে মা বলিয়ে নেবো, তবে ছাড়বো । নেপথ্যে । ( শিস দেওন । )