পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢२ দীনবন্ধু-গ্রন্থাবলী জল । আমার আর কোন গুণ থাক আর না থাক, রসিকতাটি খুব আছে, মেয়ে মানুষকে কথায় তুষ্ট কত্তে পারি । জগ । তবে গুণী দেশ মাথায় করেছিল কেন ? জল । তার কারণ ছিল,—তখন আমি জানতাম, মুখ ফুটে বলতে পারলেই মেয়ে মামুষে নিরাশ করে না। আমি আগে কিছু সূত্রপাত না করে, গুণীকে একটা তামাসা করেছিলাম, ছেলেমানুষ, তামাসা বুঝতে পারি নি, হিতে বিপরীত করে ফেললে । জগ । তুমি যথার্থ বল, তারে কি বলেছিলে । জল। মালতি, তোমার কাছে মিথ্যা বল্যে চোদ পুরুষ নরকে যায়—আমি ভাল মন্দ কিছুই বলি নি—এই বাগানের কাছ দিয়ে যাচ্ছিল, আমি হাসতে হাসতে বল্যেম, গুণে, তোমার স্বামী দেশে নাই, কোকিলের ডাক কেমন লাগে ? ছোট লোকের মেয়ে, এই কথাতেই কেঁদে ফেললে । ছোট লোকের ঘরে সতী থাকে, তা কি আমি জানি ? তা হলে কি অমন কথা বলি ? এমনিই বা কি বলিচি, হেঁসে উড়িয়ে দিলেও দিতে পাত্তো । জগ । তোমার জগদম্বা সতী কেমন ? জল। যার সিন্দুকে টাকা নাই, তার চোরের ভয় কি ? সে সিন্দুক খুলে শুতে পারে। কিন্তু তা বলে তাকে সাহসী বলা যায় না। জগদম্বার আসবাবের মধ্যে মূলে দাত, আর মণিপুরী নাক, তাই রক্ষা কচ্চেন বলেই তাকে সতী বলতে পারি নে। তবে তার মনের ভিতর কি আছে, তা জগদম্বাই জানেন। যদি তেমনি তেমনি পুরুষ লাগে, তবে স্ত্রীলোকের সতীত্ব ক দিন রক্ষা হয় ? তোমায় দিয়েই কেন দেখ না । জগ । জগদম্বার উপর তোমার কখন সন্দ হয়েছিল ?