পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&be দীনবন্ধু-গ্রন্থাবলী বিজয়ের প্রবেশ বিজ। (স্বগত) কি মনোহর রূপ! কি অপূৰ্ব্ব শোভা । তৃষিত নয়ন । জীবন সার্থক কর, বড় ব্যাকুল হয়েছিলে । আহা ! প্রাণ আমার আর ভিতরে থাকতে পারে না, দ্বার মোচন কর বলিয়া, বক্ষে সজোরে প্রহার কচ্চে । প্রাণ ! সেইখান হতেই দর্শন কর, সেইখান হতেই পরিতৃপ্ত হও । কামিনী তপস্বিনীর বেশ ধারণ করেচেন, কামিনী পদচুম্বিতকেশে জটা নিৰ্ম্মাণ করেচেন, কামিনী পিঙ্গলবস্ত্রে গাছের বাকল প্রস্তুত করেচেন, ঘাটের আলসে কামিনীর বেদি হয়েচে । আহা ! এ বেশে কামিনীর লোকাতীত রূপ লাবণ্য কি রমণীয় হয়েচে ! রাজার উদ্যানে কামিনীকে যেরূপ দেখেছিলেম, তার শতগুণে সুন্দরী দেখিতেছি, আহ ! কামিনী যেন স্বয়ং আরাধনা মূৰ্ত্তিমতী হয়েচেন । কামিনীর এ ভাবের ভাব কি ? সেই গোলাপটি কামিনী কেশের উপর রেখেচেন, আমি এই কামিনী-ঝাড়ের অন্তরালে দাড়ায়ে কামিনীকে দর্শন করি, ভাবগতিকে ভাব বুঝতে পারবো । ( কামিনী-ঝাড়ের পাশ্বে দণ্ডায়মান ) - কামি । আহা ! তপস্বিনী, সেই দুঃখিনী তপস্বিনী দিন যামিনী এইরূপ ধ্যানে রত থাকেন, আহা ! তার মন সতত শাস্তি-সলিলে ভাসতে থাকে । ( দীর্ঘনিশ্বাস ) জগদীশ্বর !— রে অবোধ হৃদয় | রে ক্ষিপ্ত মন | রে পাগল প্রাণ ! কার জন্য ব্যাকুল হতেছ ? মনুষ্যকুলে জন্মগ্রহণ করে দেবতাকে বাঞ্ছা করা পরিতাপের কারণ । এমত অসঙ্গত আশা কখন করে না। তিনি মনুষ্য নন। জননী দেখিবামাত্র বলেচেন, তিনি ব্রহ্মলোক পরিত্যাগ করে তপস্বিবেশে ভ্রমণ করিতেছেন, আমি সেই সময় একবার তার মুখমণ্ডল দেখিতে ইচ্ছা করলেম, লজ্জায় মুখ উঠলো না । হে গোলাপ | ( মস্তক হইতে