পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ দীনবন্ধু-গ্রন্থাবলী একেবারে অধঃপতিত হয়, আপনার অদর্শনে আমি উন্মাদিনী হয়েছিলেম, আপনার প্রসঙ্গে যদি কোন অসঙ্গত কথা বলে থাকি, মার্জন করবেন । আমি তপস্বিনীর বেশে ধরা পড়িচি, আমার মনের ভাব অব্যক্ত নাই—অধীনীর বাসনামুসারে আপনার কৰ্ম্ম কত্তে হবে না ; দাসীর মতামত কি, প্রভুর সুখেই স্থখী, প্রভুর দুঃখেই দুঃখী ; আপনি যখন তপস্বী, আমি তখন তপস্বিনী ; আপনি যখন সন্ন্যাসী, আমি তখন সন্ন্যাসিনী ; আপনি যখন গৃহী, আমি তখন গৃহিণী : আপনি যখন রাজা, অামি তখন রাণী । বিজয় । সুমধুর বচনে কর্ণকুহর পরিতৃপ্ত হলো । কামিনি ! তোমার অধরদর্শনাবধি অধীর হয়েছিলেম । কামি । প্রাণবল্লভ—হে তাপস, আমি আপনার জননীকে দেখিবার জন্য বড় ব্যাকুল হইচি, আমি আপনার বাম পাশে দাড়ায়ে, তাকে একবার মা বলে ডাকি আমার বড় ইচ্ছে । প্রাণনাথ ! তোমার নিকটে জননী তার তুঃখের কথা বলেন না, তুমি পুরুষ, তা শুনতেও ব্যগ্র হও না, আমি তার মনের কথা বার করে নিতে পারবে। বিজয় । প্ৰাণেশ্বরি ! জননী তোমাকে দেখলে আনন্দিত হবেন, তোমার কাছে তিনি কোন কথাই গোপন রাখবেন না । প্রাণাধিকে ! এখন কি প্রকারে আমরা প্রকাশ পরিণয়ের উপায় করি । জননী অামার, তোমার স্বভাব চরিত্রের কথা শুনলে পরম মুখী হবেন, তিনি কখন অমত করবেন না। এখন তোমার মাতাপিত কোন আপত্তি না করেন, তা হলেই সৰ্ব্বপ্রকারে সুখী হই । কামি । হৃদয়বল্লভ, আমি যখন সে ভাবনা করি, তখন আমার আত্মা পুরুষ উড়ে যায়। জননী আমার অতি বুদ্ধিমতী, র্তার উদার স্বভাব, তিনি ঐহিকের সুখ অপেক্ষা পরকালের