পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Web” দীনবন্ধু-গ্রন্থাবলী হয়েচেন, যে যা লয়ে যায়, তাই স্বাক্ষর করেন । এ অনুমতি পত্র মন্ত্রী করেচে, রাজা কিছুই জানেন না। রতি । বটে বটে, আমি এখনি সেই নাদাপেটার মাত৷ কাটুবো, না হয়, তাতে মহারাজ প্রাণদণ্ড করবেন। মাল। তুমি এমন উতলা হলে হিতে বিপরীত হয়ে উঠবে। আমরা যা বলি, তাই করে, রবিবারে রাজাজ্ঞাও পান্সন হৰে, মন্ত্রীও শাসিত হবে । রতি । মালতী মল্লিকে মিলে আকাশের চাদ ধত্তে পারে, হেঁদোল কুঁতকুতে ধরৰে, আশ্চৰ্য্য কি, কিন্তু দেখ, যেন কেহ আমার মস্তকে হস্তক্ষেপ না করে । মল্লি । তোমার কোন ভয় নাই, তুমি একখানি লোহার খাচী প্রস্তুত করে, আর সব আমরা করবো । মাল। খাচার দ্বারটি খুব বড় হয়, যেন মানুষ অক্লেশে যেতে আসতে পারে। রতি । বুঝিচি, বেশ পরামর্শ করেচ, আমি কালই খাচ এনে দেবো, কিন্তু রবিবারে হেঁাদোল কুঁতকুতে না পেলে আমার মিস্তার নাই । [ রতিকাস্তের প্রস্থান । মাল। ওলো, বাজার বিয়ের কি হলো ? মল্লি । কামিনী কাজ গুচিয়েচে, এখন যা করেন জগদম্বা। মাল। যথার্থ কথা বলতে কি, কামিনী যেমন মেয়ে, তপস্বী তেমনি পাত্র ; আমার যদি মেয়ে থাকতো, আমি বিজয়কে দান কত্তেম । মল্লি । মেয়ে নাই, মেয়ের মাকে দান কর । মাল। মল্লিকে, তুমিই না বলেছিলে, আপনার মন দিয়ে পরের মন জানা যায় । মল্লি । হ্যা তোমার গলা ধরে বলতে গিয়েছিলেম।