পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী \లసి মাল । সুরমার আর ছেলে পিলে নাই, বিজয় যদি এখানে ভরাভর দেয়, তা হলে বিয়ে দিলে ক্ষতি নাই । মল্লি । না ভাই, তা হলে কামিনীর সুখ হবে না, ঘরজামায়ে ভাতার কেমন যেন ভাই ভাই ঠেকে। মাল । সুরমার আর কেহ নাই, কাজেই জামাই ঘরে রাখতে হবে । মল্লি । যা হক, এখন দুই হাত এক হলে আমি বঁচি, কামিনী মাগখেগে ভাতারের হাত হতে রক্ষা পায় । [ উভয়ের প্রস্থান ।