পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম গর্ভাস্ক স্বরপুর—গোলোকচন্দ্র বসুর গোলাঘরের রোয়াক গোলোকচন্দ্র বস্তু এবং সাধুচরণ আসীন সাধু। আমি তখন বলেছিলাম, কৰ্ত্ত মহাশয়, আর এ দেশে থাকা নয়, তা আপনি শুনিলেন না। কাঙ্গালের কথা বাসি হলে খাটে । গোলোক। বাপু, দেশ ছেড়ে যাওয়া কি মুখের কথা ? আমার এখানে সাত পুরুষ বাস। স্বগীয় কৰ্ত্তারা যে জমা জমি কর্যে গিয়াছেন তাহাতে কখন পরের চাকরি স্বীকার করিতে হয় নি। যে ধান জন্মায় তাতে সম্বৎসরের খোরাক হয়, অতিথিসেবা চলে, আর পূজার খরচ কুলায় ; যে সরিষা পাই তাহাতে তেলের সংস্থান হইয়া ৬০৭০ টাকা বিক্ৰী হয়। বল কি বাপু, আমার সোনার স্বরপুর, কিছুরি ক্লেশ নাই। ক্ষেতের চাল, ক্ষেতের ডাল, ক্ষেতের তেল, ক্ষেতের গুড়, বাগানের তরকারি, পুকুরের মাচ। এমন মুখের বাস ছাড়তে কার হৃদয় না বিদীর্ণ হয় ? আর কেই বা সহজে পারে ? সাধু। এখন তো আর মুখের বাস নাই। আপনার বাগান গিয়াছে, গীতিও যায় যায় হয়েছে । আহা ! তিন বৎসর হয় নি সাহেব পত্ত্বনি লয়েছে, এর মধ্যে গাখান ছারক্ষার কর্যে তুলেছে। দক্ষিণপাড়ার মোড়লদের বাড়ীর দিকে চাওয়া যায় না, আহা ! কি ছিল কি হয়েছে। তিন বৎসর আগে ত্ব ৰেলায় ৬০ খান পাত পড়তে, ১১ খান লাঙ্গল ছিল, দামড়াও