পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՎ9 দীনবন্ধু-গ্রন্থাবলী সুর । তোমার কোন মা ? প্রথম । কামিনী মা, এই মা, ( কামিনীর অঞ্চল ধারণ ) সুর । তোমরা খুব সুখে আছে, মায়ের কাছে লেখা পড়া শিখচে । [ ইতি প্রস্থিতা । বিজ । রাম না হতে রামায়ণ । প্রেয়সি, তোমার স্নেহের পরিসীমা নাই। প্রাণাধিকে, তোমার তনয়ার। আমারও স্নেহের পাত্রী। অামি বালিকাদেব কবিতা জিজ্ঞাসা করি । কামি । জীবিতেশ্বর, প্রতিবাসী বালিকার। আমায় বড় ভাল বাসে, আমিও ওদের স্নেহ করি, সেই জন্যে ওরা আমায় ম, মা, বলে । - বিজ। আমি তা বুঝতে পেরিচি, তার প্রমাণের আবশ্বক নাই ; তুমি ওদের গর্ভধারিণী কেহ বিবেচনা করে নি । কামি । এ বিষয়ে পুরুষদের স্থবিবেচনা খুব আশ্চৰ্য্য। বিজ। তোমার নাম কি ? প্রথম । আমার নাম শৈল । বিজ। একটি কবিতা বল দেখি ? প্রথম । কামিনীর কথা শোনে তারে বলি পতি ; পতিপয় থাকে মন, তারে বলি সতী । বিজ। এ কোন সতীর রচনা—তোমার নাম কি ? দ্বিতীয়া । অামার নাম বিরাজমোহিনী । বিজ। তুমি কি কবিতা জান ? দ্বিতীয়া। ধৰ্ম্ম করি পরিণামে পাবে নারায়ণ, নিরয়ে বসতি হবে পাপে দিলে মন । বিজ। এ কোন ধাৰ্ম্মিকের রচনা—তোমার নাম কি ? তৃতীয় । আমার নাম চন্দ্রমুখী ।