পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী কামি । দেখ মা, সে দিনে সেই বাগানে কেমন বল্যেন, দুঃখিনী তপস্বিনী দিব যামিনী নয়ন মুদিত করে জগদীশ্বরের ধ্যান করেন । স্বর । হ্য। মা কামিনি, তুমি তপস্বিনীকে দেখতে যাবে ? কামি । অনেক দূর নয়, আমায় আবার রেখে যাবেন। স্বর । তা আজ থাকু, তার মত জিজ্ঞাসা করি, তখন কাল হয় পরশ্ব হয় যেও, তার মত হক্‌ না তক্‌ তুমি স্বচ্ছন্দে বিজয়ের সঙ্গে যেও, তাতে কোন দোষ নাই । বিজ। আপনি বেশ কথা বলেছেন, তার মত জিজ্ঞাসা করা খুব উচিত, তার পর কামিনীকে আমার চিরছুঃখিনী জননীর কাছে লয়ে যাব । আজ যাই । [ বিজয়ের প্রস্থান । কামি । হ্যা মা, মালতীর স্বামী নাকি আরব দেশে কিসের ছানা আনতে যাবে, মালতী নাকি বড় দুঃখিত হয়েচে, ত্যা মা, তাদের বাড়ী যাবে ? সুর । আমি বাছ আর যেতে পারি নে, তুমি শৈলকে সঙ্গে করে যাও । [ কামিনীর প্রস্থান । আহ, কামিনী যে দিন বিজয়কে বিয়ে করবেন, কামিনী শত শত রাণীর অপেক্ষাও সুখী হবেন । পরমেশ্বর আমার কামিনীর মনোমত বর জুটুয়ে দিয়েছেন । বিদ্যাভূষণের প্রবেশ বিদ্যা । দেখ, তোমারে একটা কথা বলি, তুমি রাগ কর আর যাই কর, তোমাকে আমি স্পষ্ট এক্ট। কথা বলি, তুমি হাজার বুদ্ধিমতী হও, তুমি হাজার বিদ্যাবতী হও, তুমি হাজার