পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী br〉 আমিও এ সম্বন্ধে অতিশয় সুখী হইচি, এখন আমি তোমার কাছে ভিক্ষা চাচ্চি, তুমি এতে মত দেও। বিদ্যা । বল কি, বল কি, খেপেচ নাকি, খেপেচ নাকি, স্ত্রীবুদ্ধিঃ প্রলয়ংকরী । স্থর। দেখ, কামিনী অতি সুশীল, বিজয় কামিনীর যোগ্য বর, অার বিজয়কে কামিনীর অতিশয় মনে ধরেচে। আমি বেশ করে বিবেচনা করে দেখিচি এ সম্বন্ধে বাধা দিলে কামিনী আমার এক দিনও বাচুবে না । বিদ্যা । রাখ তোমার বাচুবে না, রাখ তোমার বাচুবে না, ভাল মানযের কাল নাই, মন্ত্রী ভায় আমাকে শিখিয়ে দেচেন একটু চড়া না হলে স্ত্রীলোক শাসিত থাকে না—তোমার মতে কখন মত দেব না, আমি যা ভালো বুঝবো তাই করবো, আমি কামিনীকে রাজাকে দান করবো, তুমি কে ? তোমার মেয়েতে অধিকার কি ? স্থর । বটে, আমি কে, আমার মেয়েতে অধিকার কি, তবে দেখ ; মেয়ে নিয়ে সেই তপস্বিনীর ঘরে যাব তবে ছড়িবো, দেখি দিকি তোমার মন্ত্রী ভায়! কি করে । সহজে তাত যোড় করে ভিক্ষণ চাইলাম ত দিলে না, এখন যাতে দাও তাই করবে। ( যাইতে অগ্রসর ) বিদ্যা । ব্রাহ্মণি, রহস্য করিচি ; ব্রাহ্মণি, রহস্য করিচি ; রাগ করে না, যা বলবে তাই করবো । সুর । না আমি তোমায় আর কিছু বলবো না । - [ প্রস্থান । বিদ্যা । ন্যাকড়ার আগুন কতক্ষণ থাকে, জলধর বল্যে একটু চড়া হতে, তাই চড়া হলেম, এখন তো আবার জল হইচি—যাই আবার সাম্বন করিগে ; জানি কি যে রাগী যদি আমায় ত্যাগ করে যান, তা হলে যে আমি একেবারে ভিটে 3 ×