পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ দীনবন্ধু-গ্ৰস্থাবলী ছাড়া হবে। সুরমার মত গৃহিণী কি কারো আছে, না অমন লক্ষ্মী আর মেলে । [ প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক জলধরের কেলিগৃহ জলধরের প্রবেশ জল । আমি কি মুবুদ্ধির কাজই করিচি—এত বাট লাথিতেও মালতীকে মা বলি নি, এখন তার ফল ফল্লো— মল্লিকে হাতের বার হয়েচে, ওকে মা বলিচি, তা যাক, ওকে অামি চাই না, ওকে এক দিন ভেঙ্গে বলবে, যে তোমাকে ম৷ বলিচি তুমি আর আমার আশা কর না, কিন্তু সহসা বল। হবে না, তা হলে আমায় আর সাহায্য করবে না ; মালতী সে দিন নিরাশ হয়ে বড় দুঃখিত হয়েচে, মল্লিকে ঠিক বলেচে, আমার দোষেই এ ঘটনা ঘটেছে, আমি চারি দিক বন্দ করে রাখবো ভেবেছিলেম তা আহলাদে সব ভুলে গেলেম, এই জন্তেই মালতী যখন আসে তখন জগদম্ব দেখতে পেয়ে এই সৰ্ব্বনাশ করেচে। পথে দাড়য়ে কথা কওয়া রহিত করিচি, এখন লিপির দ্বারায় কথা চলচে ; আমার পত্রের প্রত্যুত্তর পেলে জানলেম যে আমার স্বৰ্গ লাভের বিলম্ব নাই – বিদ্যাভূষণের প্রবেশ বিদ্যা । হিতে বিপরীত হয়ে উটেচে, তোমার কথাক্রমে কিঞ্চিৎ উগ্রতা প্রকাশ করেছিলেম, ব্রাহ্মণী একেবারে পৃথিবী মস্তকে করে তুলেচেন, আমার সহিত বাক্যালাপ রহিত