পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী Ե, Ֆ করেচেন ; এখন উপায় কি ? সেই হাঘরে ছোড়াকেই মেয়ে দেবেন । জল । স্ত্রীলোক বশীভূত করা আতপ চালের কৰ্ম্ম নয় ; প্রথমে কথার কৌশলে চেষ্টা করতে হয়, তার পরে ভয় দেখাতে হয়, তাতেও যদি না হয়, প্রহারেণ ধনঞ্জয়ঃ, নাকের উপরে এমনি একটি কিল মাত্তে হয় মৎটা ঘাড় দিয়ে ঠেলে বেরোয়--- জগদম্বার শাসনটা দেখচেন তো । বিদ্যা । এ অতি বেল্লিকের কৰ্ম্ম, তা কি পারা যায়, রমণী সহস্ৰ সহস্র অপরাধ করিলেও প্রহারের যোগ্য নয় । জল ৷ ভট্টাচাৰ্য্য ব্রাহ্মণের অতিশয় স্ত্রৈণ—আপনার বিবেচনা করেন ব্রাহ্মণী সাত রাজার ধন— বিদ্যা । আমাকে আর যা বলে তা করিতে সক্ষম, ব্রাহ্মণীকে চড়া কথা বলতে পারবে না, প্রহারের তো কথাই নাই— জল । তপস্বিনী মাগীকে কিছু টাকা দিয়ে স্থানান্তরে পাঠাইবার কি হলো ? বিদ্যা । কোথাকার তপস্বিনী, সে মাগী হাঘরে ; সে কারে সঙ্গে কথা কয় না ; সে কত কাঙ্গালিনীদের দান কচ্চে, সে কি টাকার লোভ করে ? আমি অনেক চেষ্টা করেছিলেম তার সঙ্গে দেখা করবো তা হলো না । জল । তবে ঐ ছেলেটাকে চোর বলে ধরে দেন–বিচার আমাদের হাতে, আমরা যারে দণ্ড দেব ইচ্ছা করি, তার অপরাধ থাক আর নাই থাক তাকে কারাগারে যেতে হয়— আমার হাতে ব্যবস্থার যে দুরবস্থা তা আপনার অগোচর নাই । উতোর হোক না হোক গলাবাজীতে মাত করি । বিদ্যা । এ পরামর্শ মন্দ নয়, কিন্তু কৰ্ম্মট অতি গৰ্হিত, তবে “স্বকাৰ্য্যমুদ্ধরেৎ প্রাজ্ঞ: কাৰ্য্যহানে চ মূৰ্খতা”। ঐ