পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 দীনবন্ধু-গ্রন্থাবলী পন্থাই অবলম্বন করা যাক, কিন্তু রাজার বিচারে কি হয় বলা যায় না । জল । আমরা ভিতরে থাকবে, অবশ্যই মনস্কামনা সিদ্ধ হবে । বিদ্যা । আমি এক সূক্ষ্ম বার করি—ব্রাহ্মণী বড় ধরে বসেচেন, কামিনী একবার তপস্বিনীকে, সেই হাঘরে মাগীকে, দেখতে যাবেন, আমিও তাতে এক প্রকার মত দিয়িচি ; যখন কামিনী দেখতে যাবেন সেই সময় রাজাকে বলবো হাঘরের জাদু করে মেয়ে ভুলায়ে নিয়ে গিয়েচে । জল। ভাল পরামর্শ করেচেন, আর ভাবনা নাই ; তপস্বী দ্বীপাস্তুর হয়েচে । বিদ্যা । তবে এই কথাই স্থির—উভয় কুল রক্ষা হবে – ব্রাহ্মণীরও মন রাখা হবে, আমার মনস্কামনাও সিদ্ধ হবে । { C2 || জল । সদাগরের উপর মালতীর তার মন নাই, অামায় পেয়ে সদাগরকে একেবারে ভুলেচে । তা নইলে সদাগরের আরব দেশে যাওয়ার অনুমতি শুনে তুঃখিত হতে । এবার যা কিচু করবো, খুব গোপনে করবো, জগদম্বা কিছু না জানতে পারে । একজন ভৃত্যের প্রবেশ, একথানি লিপি দান এবং প্রস্থান পত্ৰখানা চন্দন কুমকুম মাখা, এ প্রেমের লিপি তার আর সন্দেহ কি ? পীরিতের গুণে গোরু তুমি হে লিখন । এনেচ প্রেমের কথা করিয়ে বহন ।