পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী br@ ( লিপি পাঠ ) হেঁাদোলকুঁৎকুঁতে মহাশয় সমীপেযু। যদবদি হাদা পেট হেরেচি নয়নে, পূর্ণ চঞ্জ কাৰ্ত্তিকেয় নাহি ধরে মনে। একাকিনী রেখে স্বামী গেল দেশাস্তরে, রসিক রতন বিনা রহিব কি করে ? হাবু ডুবু খায় বামা বিরহ হাদোলে, হেঁদেল কুংকুঁতে বিনা আর কেবা তোলে ? শনিবারে সন্ধ্যাপরে দেবে দরশন, নহিলে ত্যজিব আমি জীবনে জীবন । ছেদিলকুঁৎকুঁতের প্রেয়সী। আমি যেমন লিপি লিখেছিলেম তেমনি উত্তর পেয়িচি— যারা রমণী-বাজারে কাজ করে তারাই সকল কথা বুঝতে পারে, ঐ যে হাদ পেট বলেচে, ওতে এক ঝুড়ি অর্থ আছে ; মেয়ে মানুষ বশীভূত হওয়ার চিহ্ন ঠাট্ট। আর গালাগালি, যে বেটী বাপান্ত কল্যে সে মুটোর ভেতর এলো। মালতি তোমার উচাটন হতে হবে না, সন্ধ্যা না হতে হেঁাদোলকুঁৎকুতে উপস্থিত হবেন । আমার কৌশলের গুণ বুঝিয়াই আমায় হেদোলকুঁৎকুঁতে নাম দিয়েচে । [ প্রস্থান ।