পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী S) যাবে ; মা আমার মনোবেদন মনেই থাক, তোমার শোনার আবশ্যক নাই । কামি । জানালে আপন জনে মনের যাতন, ব্যথিত হৃদয় পায় অনেক সাস্তুনা । আমি আপনার দাসী, মেহের ভাজন, বলিলে মনের ব্যথা হবে নিবারণ। তপ । মা, আমার মনের ব্যথা নিবারণ হতে আর বাকি নাই—যে দিন জগদীশ্বরের কৃপায় বিজয়কে কোলে পেইচি, সেই দিন আমার সব দুঃখ গিয়েচে, যা কিছু ছিল তোমায় দেখে একেবারে নিবারণ হয়েচে । মা অামি যে এমন সুখী হবে তা আমার মনে ছিল না, আমার বিজয় আমার চিত্তচকোরে এমন অমৃত দান করবে তা আমি স্বপ্নেও জানতে পারি নি—আহা! আমার চক্ষে জল দেখলেই বাবা বিরস বদনে বিরলে গিয়ে রোদন করেন ; এস মা আমরা বিজয়কে শান্ত করিগে । [ সকলের প্রস্থান । দ্বিতীয় গর্ভস্ক রাজার কেলিগুহ মাধবের প্রবেশ মাধ । বড় বড় বানরের বড় বড় পেট, যাইতে সাগরপারে মাত করে হেট । রাজা বনবাসী হতে চাচ্চেন, কেউ সঙ্গে যেতে চায় না— উদ্যানে যাবার উদ্যোগ হোক দেকি, সকলেই প্রস্তুত—কেউ বলবেন মহারাজ আমি সেইখানেই স্নান করবে, কেউ বলবেন আমি আগে না গেলে খাওয়ার আয়োজন হবে না, কেউ বলবেন