পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ふ)2 তোমার কি পাষণ্ড পিতা ! মাধব সে লিপি আমি পরম যত্নে রেখিচি—এস বনগমনের আয়োজন করি । [ উভয়ের প্রস্থান । তৃতীয় গর্ভাঙ্ক রতিকান্তের শয়নঘর রতিকান্ত এবং মালতীর প্রবেশ মাল । সূর্য্য অস্ত গিয়েচে, তুমি আর বাড়ীতে কেন ? রতি । যাবার সময় দুটি একটি মনের কথা বলে যাই । মাল । বালাই, তুমি যেতে যাবে কেন ? রাজার ভাবগতিক দেখে সকলেই হাহাকার কচ্চে, কেবল ঐ পোড়ার মুখো হেঁদোলকুঁৎকুতের রঙ্গ লেগেচে । রতি । প্রেয়সি, যদি ধত্তে পারে, রাজার সম্মুখে ওর শাস্তি দেব—যে ভয়ানক পত্র স্বাক্ষর করে লয়েচে, ওর অসাধ্য ক্রিয়া নাই । তুমি যা যা চেয়েছ সব এনে দিইচি, এখন আমার কপাল, আর তোমার হাতযশ । মাল। মন্ত্রীর যদি কিছুমাত্র বুদ্ধি থাকতে, তা হলে কিছু সন্দেহ হতে ; ও যখন জগদম্বার ঝাটা খেয়ে ও বিশ্বাস করেচে অামি ওর জন্যে পাগল হইচি, তখন আমার হাতযশের ভাবনা কি ? রতি। আমি ও ঘরে গিয়ে বসে থাকি, সময় বুঝে দ্বারে ঘ। দেব । - [ রতিকাস্তের প্রস্থান । মাল । মল্লিকের যে এখন দেখা নাই, ভাতার হয়তো ছেড়ে দ্যায় নি—ওরা দুটিতে খুব সুখে আছে, দুজনেই সমান রসিক, রাত দিন আমোদ আনন্দে থাকে—