পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぬb" দীনবন্ধু-গ্রন্থাবলী মাল। তা ভাৰনা কি বন, তোমার ঘর খালি থাকবে না, যারে লিপি লিখেছ তারে পাবে। মল্লি । সক করে কেউ সতীন করে না, তোমার আপনার আঁটে না আমায় দেবে। তুমি দিলেই কোন দিতে পার, তোমার রূপে সে কেমন মোহিত হয়েচে, সে আর কারো চায় না ; তোমার চোকে ভাই কি আছে, আমি মেয়ে মানুষ, তোমার চক দেক্লে আমারি মন কেমন কেমন করে । মাল। কত সাধই যায় । মল্লি । হেঁাদোলকুঁৎকুঁতে ধরণের আয়োজন সব হয়েচে তো ? মাল । সব হয়েচে, এখন এলে হয় । মল্লি । আজ জগদম্বাকে ঠেটি পরাবে। তবে ছাড়বে, খাচাখন কোথায় রেখেচ ? মাল। খিড়কির দ্বারে আছে। জলধরের প্রেবেশ মল্লি । দিলেন দেবতা দিন এত দিন পরে, মাদারে মালতী লত। উঠিবে অাদরে । মাল । মলিন বদন, সুস্থির নয়ন, বচন সরে না মুখে, কঁাপিতেছে অঙ্গ, এত বড় রঙ্গ, বল বল কোন জ্বথে । জল। আমার বড় ভয় কচ্চে—আমি সদাগরকে নৌকায় উঠতে দেখিচি, তবু যেন আমার বোধ হচ্চে এই বাড়ীতে আছে, আমি দশ বার এগয়েচি দশ বার পেচয়েচি । মল্লি । তা আপনার ভয় কি, আপনি তো কৌশলের ক্রটি করেন নি, আজ সন্ধ্যার পরে সদাগরকে এখানে দেখতে পেলেই তো তারে কারাগারে দিতে পারবেন। জল । তার হাত হতে বাচলে তো তারে কারাগারে দেব ?