পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক রাজবাটীর সম্মুখ গুড় তুলায় আবৃত, লৌহপিঞ্জরে বন্ধ জলধরকে বহনপূৰ্ব্বক চার জন বাহকের প্রবেশ প্রথম । ওরে একেণ্ডা ভূই দে—তেবু যাতি নেগলো, হাদি দ্যাক, মোর র্কাদ ক্যাটে গেল, তেবু যাতি নেগলো । দ্বিতীয়। হ্যারা ও বেন্দ, বল্লি কথা কানে করিস নে, মেজো তালুই যে ভূই দিতে বলচে—হুল্প, টানতি নেগলে৷ দ্যাক্ । তৃতীয়। দিতি চাস ভু ই দে ; (লৌহপিঞ্জর ভূমিতে রাখিয়া ) কঁাদ ফুলে ঢিবিপান হয়েচে, ভাল কাহারি কত্তি গিইলি মুই বল্লাম চেড়ডেয় ঘাড়ে করিস নে—আটাতে হিমসিম খেয়ে যায়, মেজো তালুই এই কুঁদে চেড়ডেয় ধত্তি গেল । চতুর্থ। হাদিছা, হাদিদ্যা, সুমুন্দি খাড়া হয়ে দেড় য়েচে । হ্যাগ মেজো তালুই এড কি জানয়ার কতি পারিস্ ? প্রথম । কে জানে বাবু কি বলে—সয়দাগর মসাই বল্যে, –এই যে, দূৰ্ব ছাই, মনেও আসে না—হঁাদোলের গুতো । চতুর্থ। সুমুন্দি হাদোলের গুতোই বটে—পালে কনে গা? প্রথম । আরে ও হলো রাজার সয়দাগর, পাচ জায়গায় যাতি লেগেচে, কনতে ধরে অ্যানেচে । জল। (স্বগত) ভাগ্যে মুখোস দিয়েছিল, তা নইলে সকল লোকে চিনে ফেলতেী—এখন একটু নাচি, কেঁউ কেউ করি, তা হলে লোকে যথার্থই হেঁদোলকুঁৎকুঁতে বিবেচনা করবে। ( নাচিতে নাচিতে ) কেঁউ, কেঁউ, কেঁউ, কেঁউ ।