পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ა თ $ চতুর্থ। হাদিছা, হুল্ল, সুমুন্দি কুকুরির মত কেঁউ কেউ কত্তি লেগেচে । দ্বিতীয় । হাদে ও আর দ্রিং করিস নে, বোজ ওলাতি ওলাতি পাল্লিই খালাস, তুলে দে । চতুর্থ। মেজো তালুই, এট, দ্যাড়, স্বমুন্দির গায় গোট। ছই ঢালা মারি ( ছোট ছোট ইটের দ্বারা জলধরের পুষ্ঠে প্রহার ) । জল । ( চীৎকার শব্দে ) উকু, কুউ, উকু উকু, কুউ, কুউ, কুউ, কুউ ( পিঞ্জরের চাল ধরিয়া ঝুলন ) । তৃতীয় । সুমুন্দি বাজি কত্তি নেগলো—মেজো তালুই, তোর হু চুলো নাটিগাচটা দে তো, সুমুন্দির গায় গোট। দুই খোচা লাগাই । ( যষ্টি গ্রহণ করিয়া খোচ প্রদান ) জল । ( চীৎকার শব্দে ) উকু কুউ, উকু কুউ, কুউ উকু, কুউ কুউ—খাবো, মানুষ খাবো, চারটে বেহার খাবে, তা করে চারটে বেহার খাবো, মাতাগুনে চিবয়ে খাবো । প্রথম । তোর চেরো, সুমুন্দিরি দানোয় পেয়েচে, চেরো, চেরো, খালে, খালে— [ চারি জন বেহারার বেগে প্রস্থান। জল । বাব লাটির গুতো হতে ত্রাণ পেলেম । আঃ কি প্রেম করিচি ; প্রেমের পিত্তি টেনে বার করিচি । রতিকাস্তের প্রবেশ রতি । বেহার ব্যাটার৷ রাস্তায় ফেলে গিয়েচে—মন্ত্রী মহাশয় মালতী তোমায় ডেকেচে, আপনার কি অবসর হবে একবার যেতে পারবেন ? জল। তোর পায় পড়ি বাবা, আমারে ছেড়ে দে, আমি লাল দিগিতে গা ধুয়ে বাচি ।