পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ది సి বাচ্চ। না প্রাপ্ত হও, তত দিন রাজ্যে প্রত্যাগমন করিবে না । আগামী শনিবারে সূর্য্যাস্তের পর তোমাকে এ নগরে যদি কেহ দেখিতে পায়, তোমাকে রাজবিদ্রোহী বলিয়া গণ্য করা যাইবে ইতি । রতি । মহারাজ, আমি অনেক পর্যাটনে এই ধাড়ী হোদোলকুঁৎকুঁতে ধরে এনেচি, এইটি গ্রহণ করে আমাকে অব্যাহতি দেন । রাজা । কি তাশ্চর্য্য ! এমত পাগলের অনুমতিপত্রে আমার স্বাক্ষর হয়েছে ! মাধ। এ কিরূপ জানোয়ার কিছুই স্থির করিতে পারি না—ডাকতে পারে ? রতি। ডাকতে পারে, মানষের মত কথা কইতে পারে । মাধ। সত্য নাকি, দেখি দেখি । ( যষ্টি দ্বারা গুতা প্রহার ) জল ৷ কেঁ, কেঁ, কে, কেঁ—( যষ্টির গু"ত ) উকু, উকু, কুউ, উকু—(যষ্টির গুতা ) কুউ, কুউ, কুউ, কুউ । মাধ। কথা কও, তা নইলে মুখের ভিতর লাটি দেব । জল ৷ কেঁ, কেঁ, কেঁ, কেঁ। ( মৃত্যু ) রাজা । যথার্থ জানোয়ার নাকি ? মাধ। যথার্থ অযথার্থ গালে লাটি দিলেই জানা যাবে। ( গালে লাটি দিয়া ) বল কে তুই, বল কে তুই ? জল । অt—মি, অ-—মি, তা—মি । মাধ। আবার চুপ কল্লি (লাটির গুতা প্রহার ) জল । আমি জল—আমি জলধর । ( সকলের হাস্য ) রাজা । এমন রসিক আর কে ? মাধ। আমি বলি একটা জালায় গুড় তুলো মাখয়ে এনেচে । মন্ত্রিবর এরূপ রূপ ধারণ করেচেন কেন ?