পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Σ ο দীনবন্ধু-গ্রন্থাবলী জল । আমি ধরি নি, ধরয়েচে । এই বার আমার রসিকতা বেরয়ে গিয়েচে, মালতীর সহিত প্রেম কত্তে গিয়ে মা বলে চলে এসিচি—বাবা সদাগর অামারে ছেড়ে দাও আমি গা ধুয়ে বাচি । রাজা। ইতিপূৰ্ব্বে তোমার রসিকতায় কোন রমণী বশীভূত হয়েছিল ? জল । শত, শত । রতি । এক বার জগদম্ব কে ডেকে আনি । জল। সদাগর মহাশয়, তুমি আমার ধৰ্ম্মবাবা, আমারে রক্ষা কর, এর উপরে ঝাটা হলে আর আমি প্রাণে বাচবো না । রাজা । তুমি যে বলে, স্ত্রীশাসনের প্রণালী কেবল তুমিই জান, তবে জগদম্বাকে ভয় কচ্চো কেন ? জল। মহারাজ, এখন পাচ রকম বলে এ নরক হতে উদ্ধার হতে পাল্লে বাচি । মাধব । তেল প্রস্তুত না করে ছাড়বে কেমন করে । জল । মাধব আর রসান দিও না, আমার প্রাণ বিয়োগ হলেt | রাজা । ছেড়ে দাও । মাধ। এস মন্ত্রিবর বাইরে এস, কামড়ে না। রতি । তবে খুলি ( পিঞ্জরের দ্বার মোচন, জলধরের বাহিরে আগমন এবং বেগে পলায়ন ) মাধ। মার, মার ; হোদোলকৎকুঁতে পালাচ্চে, মার। [ সকলের প্রস্থান ।