পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ১১৩ প্রাণেশ্বর ! হতভাগিনীর প্রাণ হত হয় নি, জন্মদুঃখিনীর জীবন যমালয়ে যায় নাই—শমন আগমন করেছিলেন, কিন্তু অধীনীর উদরে রাজপুত্রের অবস্থান দৃষ্টে— ( দীর্ঘনিশ্বাস ) বিনায়ক পাঠ কর ( লিপি দান ) । বিনা । ( লিপি পাঠ ) প্রাণেশ্বর ! হতভাগিনীর প্রাণ হত হয় নি, জন্মতুঃখিনীর জীবন যমালয়ে যায় নাই—শমন আগমন করেছিলেন, কিন্তু অধীনীর উদরে রাজপুত্রের অবস্থান দৃষ্টে রিক্ত হস্তে প্রত্যাবৰ্ত্তন করিয়াছেন । প্রাণনাথ ! পতি, পতিপরায়ণ৷ কামিনীর প্রণয়মন্দিরের একমাত্র পরমারাধ্য দেবত!— পতির চরণ সেবা সতীর সুবর্ণভূষণ, পতির পূজা সতীর জীবনযাত্রা, পতির আদর সতীর সুখসিন্ধু, পতির প্রেম সতীর স্বৰ্গ । এমন সুখাবহ স্বামিস্থখবঞ্চিতা বনিতার বেঁচে থাকা বিড়ম্বন মাত্র । এই বিবেচনায় মৰ্ম্মান্তিক বেদনাতুর জীবন জীবনে বিসর্জন দেওয়াই স্থির করেছিলাম, আমার জীবনে আমার সম্পূর্ণ অধিকার, যখন স্বামিসেবায় একেবারে নিরাশ হলেন তখন অপদার্থ জীবন রাখায় ফল কি ? কিন্তু আমার গর্ভস্থ রাজপুত্রের প্রাণের উপর আমার কোন অধিকার ছিল না, অভাগিনীর অপকৃষ্ট প্রাণ বিনষ্ট করিতে গেলে রাজপুত্রের উৎকৃষ্ট প্রাণ বিনাশ হয়, সুতরাং প্রাণ সংহারে বিরত হলেম । সাত মাস কাঙ্গালিনী মলিন বেশে দেশে দেশে ভ্রমণ করিয়া বেড়াইতেছিল, আজ সাত দিন, যে রাজপুত্রের প্রাণামুরোধে জীবিত আছি, সেই রাজপুত্র ভূমিষ্ঠ হইয়াছেন। প্রাণনাথ ! আমি পুত্র প্রসব করিয়াছি— 为建