পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Sbr দীনবন্ধু-গ্রন্থাবলী রোদন করে । মহারাজ, এই হাঘরে ব্যাটাকে দ্বীপান্তর করুন, নচেৎ বিদ্যাভূষণ মহারাজের সমক্ষে গলায় ছুরি দিয়ে মরবে । রাজা । আচ্ছা স্থির হও। হে নবীন তপস্বিন, তোমার যদ্যপি কিছু বক্তব্য থাকে তবে এই সময় বলে । বিদ্যা । মহারাজ, ও আর বলবে কি ? ওরে বলুন ও সেই অঙ্গুরীটে ফিরে লউক, সেই আংটিটে জাদুমাখা । মাধব । দেখ যেন তোমার বিদ্যাভূষণীকে ছোয়ায় না। রাজা । তোমার কন্য। কামিনী কি তপস্বিনীর সহিত গমন করেচেন ? বিদ্যা । মহারাজ, কামিনী ছেলে মানুষ, বালিকা, কৌতুকাবিষ্ট হয়ে এই বেল্লিক ব্যাটার মাকে দেখতে গিয়েছে। সে মাগী হাঘরের শেষ, কারে সহিত কথা কয় না, কেবল রাত্রিদিন চক্ষু মুদ্রিত করিয়া কার সর্বনাশ করবে, কার সৰ্ব্বনাশ করবো, এই চিন্তা করে। রাজা । বিনায়ক, তুমি দুই জন ব্রাহ্মণী সমভিব্যাহারে তপস্বিনীর ঘরে গমন কর, তপস্বিনীকে এবং কামিনীকে রাজসভায় আনয়ন আবশ্যক, নতুবা যথার্থ বিচার হয় না। বিনায়কের প্রস্থান । বিদ্যা । সে হীর্ঘরে মাগী কখনই এখানে আসবে না, অামি আজ দশ দিনের মধ্যে তার সহিত একবার সাক্ষাৎ করতে পেলেম না । রাজা । হে তপস্বিন, বোধ করি তোমার মনোহর রূপলাবণ্যে স্বরূপ কামিনী বিমোহিত হইয়া তোমায় পতিত্বে বরণ করেচেন, তোমা কর্তৃক কুলকামিনী কৌশলে অপহরণ সত্তবে না । বিজ। মহারাজ, আমি তপস্বী, বনবাসী, কন্দমূলফলাশী—