পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী S$ 3 বিদ্যা । কখন হবে না, কখন হবে না, দোহাই মহারাজের ; হাঘরের ছেলে কামিনীর পাণিগ্রহণ কখন করতে পাবে না— বিনায়কের সহিত কামিনী ও আবৃতমুখী তপস্বিনীর প্রবেশ আমি বলি হাঘরে মাগী আসবে না, মাগী কি একট। নূতন অভিসন্ধি করেছে—মহারাজ, ঐ দেখুন কামিনী সেই আংটি হাতে দিয়ে রেখেচে । রাজা । দেখি মা কামিনি, তোমার আংটি দেখি । ( কামিনীর নিকট হইতে অঙ্গুরী গ্রহণ ) তোমায় এ আংটি কে দিয়েছে ? কামি । বিজয়—তপস্বী দিয়েছেন । রাজা । ( তপস্বিনীর চরণ অবলোকনপূর্বক অঙ্গুরীয় চুম্বন করিয়া ) এ আমার অঙ্গুরী, ( তপস্বিনীর চরণ ধরিয়া ) প্রেয়সি ! অপরাধ ক্ষমা কর ; প্রেয়সি ! অপরাধ ক্ষমা কর ; প্রেয়সি ! অপরাধ ক্ষমা কর ; প্রেয়সি । অপরাধ ক্ষমা কর ; প্রেয়সি ! তোমার বিরহে অামি বনবাসী হইতেছিলেম— তপ । ( মুখাচ্ছাদন মোচনপূর্বক রাজার হস্ত ধরিয়া ) প্রাণনাথ—হৃদয়বল্লভ–জীবিতেশ্বর—আমি তোমায় দেখতে পেলেম ? দাসী কি আবার পাদপদ্মে স্থান পাবে । ওটো, ওটো, প্রাণনাথ ওটে । সকলে । বড় রাণী, বড় রাণী । রাজা। প্রাণেশ্বরি ! হে পতিরতে প্রমদে, হে সতীত্বময়ি, তোমার অকৃত্রিম প্রগাঢ় পবিত্র প্রণয়ামুরোধে এ পাপাত্মার অপরাধ ক্ষমা কর, এ মূঢ়মতির নৃশংস আচরণ বিস্মৃত হও । গুরু । মহারাজের অতিশয় ঘৰ্ম্ম হচ্চে, মূৰ্ছিতপ্রায় হয়েচেন ; মা বাতাস দেন । তপ । ( বন্ধল দ্বারা বায়ু সঞ্চালন করিতে করিতে ) 冰彰