পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S२९ দীনবন্ধু-গ্ৰস্থাবলী প্রাণনাথ, দাসীর কোন কথা মনে নাই, এত কাল দাসীর আর কোন চিন্তা ছিল না, কেবল এইমাত্র কামনা করিতেছিল, কত দিনে কি প্রকারে তোমার পদসেবায় অধিকারিণী হবে । হৃদয়বল্লভ, তোমার মুখমণ্ডল দেখে আমার দগ্ধ দেহ শীতল হলে, আমার মৃত প্রাণ সজীব হলো, আমার সমক্ষে চক্ষের জল ফেল না । আমি আপন শরীরে সকল ক্লেশ সহ্য করিতে পারি, আমি তোমার মুখ মলিন দেখতে পারি নে, তোমার কোন ক্লেশ হলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায় । রাজা । ধিক্ আমার জীবনে, ধিক্ আমার বিবেচনায়, ধিক আমার রাজত্বে—আমি এমন সরল। সুশীলা ধৰ্ম্মপরায়ণ৷ ধৰ্ম্মপত্নীকে অবমাননা করিয়াছি ; আমি এমন পতিপ্রাণ। বিশুদ্ধাচারিণী পাটরাণীর অনাদর করিয়াছি, আমি এমন শাস্তস্বভাবা সুলক্ষণ রাজলক্ষ্মীকে অলক্ষ্মীর ন্যায় অবহেলা করিয়াছিলাম—আহা! আহা ! প্রাণ আমার ওষ্ঠাগত হলো, অনুতাপ-অনলে হৃদয় দগ্ধ হয়ে গেল । প্রাণাধিকে, অামি আর এ পাপ দেহ রাখবো না—আমি আর আমার অপবিত্র হস্ত দ্বারা তোমার পবিত্র চরণ দূষিত করিব না, ( চরণ ছাড়িয়া ) আমি যে মানসে আজ রাজসভা করিয়াছি, সেই মানসই সমাধান করবো, আপনাকে আপনি নিৰ্ব্বাসন করবো । তপ । ( জানু ভর করিয়া উপবেশনানন্তর রাজার হস্ত ধারণপূর্বক ) জীবিতনাথ, ধৈর্য্য অবলম্বন কর; দাসীর মিনতি রক্ষা কর ; সেবিকার বচনে কর্ণপাত কর—প্ৰাণেশ্বর, তোমার মুখকমল মলিন দেখে দশ দিক অন্ধকার দেখিতেছি ; আমার প্রাণ বিয়োগ হয়ে যাইতেছে ! আমি সতের বৎসর মলিন বেশে দেশে দেশে পথের কাঙ্গালিনী হয়ে বেড়াইতেছিলেম, তাতে আমার এত ক্লেশ হয় নি, তোমার মুখচন্দ্র বিবর্ণ দেখে যত ক্লেশ হচ্চে । প্রাণকান্ত, শাস্ত হও, আর রোদন কর না ;